ধোলাইখালে রিকশাচালক নির্যাতনকারী আটক
আটক মো. সুমন
রাজধানীর ধোলাইখাল এলাকায় বিনা কারণে এক রিকশাচালককে নির্যাতনের অভিযোগে মো. সুমন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মো. সুমন মিয়া ধোলাইখাল এলাকার স্থানীয় বাসিন্দা।
শুক্রবার (৪ জুন) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মো. সোহেল রানা বলেন, রাজধানীর ধোলাইখাল এলাকায় এক দরিদ্র রিকশাচালককে বিনা কারণে এক ব্যক্তি মারধর করছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, লোকটি কিছু না বলে রিকশায় উঠেই টিপু সুলতান রোডে যাওয়ার জন্য রিকশাওয়ালাকে এক প্রকার হুকুম করছেন ওই ব্যক্তি। রিকশাচালক বৃষ্টিতে ভিজে মাত্রই একজন যাত্রী নিয়ে এসেছেন। সেই মুহূর্তে তিনি হয়ত কিছু সময় বিরতি নিতে চাচ্ছিলেন। সে কারণে রিকশাওয়ালা যেতে চাচ্ছিলেন না।
তিনি বলেন, মো. সুমন রিকশায় উঠে বসায় চালক তাকে অন্য রিকশায় যেতে অনুরোধ করেন। কিন্তু লোকটি এই রিকশাতেই যাবে। তাকে নিয়ে যেতেই হবে। এক-দুই কথায় তিনি রিকশাচালককে নোংরা ভাষায় গালি দিতে থাকেন। একপর্যায়ে মো. সুমন রিকশাচালকের মাথায় ও গালে জোরে জোরে আঘাত করতে থাকেন। উপস্থিত দু-একজন এর বিরোধিতা করলেও যাত্রী সুমন তা কানে তোলেননি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরে একজন গণমাধ্যমকর্মী বিষয়টি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আনেন। বিষয়টি জানার পরই মিডিয়া উইং সংশ্লিষ্ট থানাগুলোতে যোগাযোগ করে ঘটনাস্থল নির্ণয় করে। ঘটনাস্থল সূত্রাপুর থানার এবং ওয়ারী থানার সীমান্তবর্তী ধোলাইখালে। পরে দ্রুত মো. সুমনকে খুঁজে বের করে আটক করার জন্য উভয় থানাকেই নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং।
মো. সোহেল রানা বলেন, অল্প সময় পরেই নিশ্চিত হওয়া যায় স্থানটি ওয়ারী থানা এলাকার মধ্যে। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে দুই থানার মধ্যে সমন্বয় করে দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। এর পরিপ্রেক্ষিতে ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমান এবং সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায়ের তৎপরতা ও প্রচেষ্টায় দুই দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে শুক্রবার (৪ মে) বিকেলে লালমোহন সাহা স্ট্রিটের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. সুমন ধোলাইখাল লালমোহন সাহা স্ট্রিটের স্থানীয় বাসিন্দা।
আটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসি/এসএসএইচ