ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অফিসিয়াল কা‌জে নিজ দেশ পাকিস্তানে গে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ আহমেদ মারুফ। বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি।

এ সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ।

জান‌তে চাইলে ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশনের এক কর্মকর্তা জানান, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বর্তমা‌নে পা‌কিস্তা‌নে র‌য়ে‌ছেন। তি‌নি অফিসিয়াল কা‌জে দে‌শে গে‌ছেন।

এনআই/এমজে