বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এস এম কামাল হায়দার সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএসি/এআইএস