সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি আদায়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আশ্বাসে স্থান ত্যাগ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। একইসঙ্গে ১০ দিন পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

সোমবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর এ কথা জানান। এসময় কর্মচারীদের পক্ষে মহাসচিব নিজাম উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টার দিকে অর্থ মন্ত্রণালয় ত্যাগ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। পরে ৭নং ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মো. বাদিউল কবীর।

বৈঠক শেষে পরিষদের সভাপতি বলেন, সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সমাবেশ, আবেদন, নিবেদন, ব্যক্তিগত যোগাযোগ, ডকুমেন্টস শো, ডকুমেন্টস সাপোর্টিং পেপারসহ সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা সে পর্যন্তই সীমাবদ্ধ ছিল। উপদেষ্টা মহোদয় পর্যন্ত সে আলোচনা পৌঁছেনি।

তিনি বলেন, আজ আপনাদের সহযোগিতায় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় বলেছেন, সচিব তো আমাকে এ বিষয়ে জানাননি। আমি আপনাদের সব কথা শুনেছি। আমাকে একটু সময় দিন ১০ থেকে ১২ দিন। আমি বিষয়টা কেবিনেটে তুলব। আজকেই অর্থ সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ডেকে বিষয়টা পর্যালোচনা করব এবং কেবিনেটে ওঠাবো। আপনাদের জন্য যদি কোনো সুখবর আনতে পারি। এক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি থাকবে না।

বাদিউল কবীর বলেন, আমি তাকে বলেছি খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে সুপারিশ পর্যন্ত পাঠিয়েছেন। অথচ সচিবসহ তার পুরো টিম কর্মচারীদের তাদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। উপদেষ্টা আমাদের কাছে ১০/১২ দিন সময় চেয়েছেন। আমরা সে সময়টা দেব। ঠিক ১০ দিন পর আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোরভাবে এখানে নামব।

তিনি বলেন, ২০১৫ সালের পরে আমরা পে কমিশনের কোনো আওয়াজ শুনতে পাইনি। ইতোপূর্বে আমাদের যারা নেতৃত্বে ছিলেন তারা ব্যক্তি স্বার্থ আর দালালির জন্য তৎপর ছিলেন। সচিবালয়ের কর্মচারীদের কথা কখনো প্রকাশ করেননি। আমি কোনো ব্যক্তি স্বার্থ ও দালালির জন্য আপনাদের ব্যবহার করতে চাই না।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের নিচে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টার অফিস কক্ষে এসে অবস্থান নেন কর্মচারীরা। এসময় তারা অর্থ মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার অফিস কক্ষের সামনের করিডরে বসে অবস্থান নেয়।

কর্মচারীরা জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ স্থান থেকে যাব না। প্রয়োজনে সারা রাত বসে থাকব। এসময় তারা স্লোগান দেন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

এমএম/এসএসএইচ