সচিবালয়ে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে প্রতি শিল্পীর জন্য সরকারকে ২ লাখ টাকা করে দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (৬ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নবনির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা নীতিমালায় সংযোজন করেছি। বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। তবে প্রতি শিল্পীর জন্য ২ লাখ টাকা করে ফি দিতে হবে।’ 

যে টেলিভিশন এই বিজ্ঞাপন প্রচার করবে, সেই টেলিভিশনকেও এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি করে কেউ বিজ্ঞাপন বানাতে চাইলে বানাক। দেশীয় শিল্পী ও শিল্প রক্ষায় এটি করা হয়েছে।’

সিনেমা হল নির্মাণ ও বন্ধ সিনেমা হল চালু করতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি ২ বছরের মাথায় চলচ্চিত্র শিল্প পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘দেড় বছর ধরে করোনা। তারপরও চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য এমন অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানেও নেওয়া হয়নি। সিনেমা হল পুনরায় চালু করা, আধুনিকায়ন ও নতুন সিনেমা হল স্থাপনের জন্য সরকার এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে।’
 
তিনি বলেন, ‘আমরা যে প্রণোদনা ও উদ্যোগ গ্রহণ করেছি, সেগুলো এখনও দৃশ্যমান হচ্ছে না। এগুলো দৃশ্যমান হবে এক বছরের মাথায়- যদি করোনা চলে যায় বা কমে যায়।’

গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। সেটা ইভ্যালুয়েশন হচ্ছে। খুব সহসা সেটা অ্যাওয়ার্ড হলে কাজ শুরু হবে।’

তিনি বলেন, ‘এটি সাড়ে ৩০০ কোটি টাকার প্রজেক্ট। সেখানে বেশ কয়েকটা ফ্লোর থাকবে। চলচ্চিত্র নির্মাণের আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। আর এফডিসির উন্নয়নেও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে এফডিসির একটি আউটলেট করার জন্য এক একর জায়গা এফডিসিকে দেওয়া হয়েছে। এফডিসির উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

এ সময় তথ্য সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

এসএইচআর/এইচকে