ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হওয়া কর্ণফুলি-৯ লঞ্চের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করে কোস্ট গার্ড।

রোববার (২৫ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সামসুল হুদা (৫৪) নামের ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলি-৯ লঞ্চে ভোলার উদ্দেশে রওনা হন। শনিবার দিনগত মধ্যরাত ৩টায় পথে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেইস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়। 

পরে ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত কোস্ট গার্ড যানবাহনের মাধ্যমে ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

জেইউ/জেডএস