রাজধানীর হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব বলেন, সকালের দিকে নামাজ পড়ে হাঁটাহাটির সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই। 

তিনি আরো জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করবে।

এসএএ/এনএফ