এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে গত ১ জুন থেকে ১২ দিনব্যাপী বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিশেষ এই অভিযানে ডিএনসিসির সবগুলো অঞ্চলে একযোগে/প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

রোববার (৬ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত মোট ২০টি মামলায় সর্বমোট ২ লাখ ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহম্মদ তাজুল ইসলাম জানান, রোববার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী এএসএম শফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৫০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ২৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একইভাবে ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ৩০ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ২৫ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবমিলিয়ে রোববারের অভিযানে মোট ২০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২০০ টাকা।

এএসএস/জেডএস