ট্যাগিং বন্ধ করে আলোচনার মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান সংকটের সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। 

শনিবার (৩১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ২১ মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছি। এতদিনেও সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে আলোচনায় বসেনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাইনি।

তিনি অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। অতীতে তাদের বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে দমন করার চেষ্টা হয়েছে। এখনো একই ধরনের ট্যাগিং চলছে, যা জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। আমরা চাই, সরকার দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করুক।

জুলাই ঐক্যের আরেক নেতা মোছাদ্দেক বলেন, আগেও যেমন রাজনৈতিক ট্যাগিং দেওয়া হতো, এখনো আমাদের আন্দোলনকারীদের ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চলছে। যদি কেউ প্রকৃতপক্ষে অপরাধ করে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। কিন্তু আন্দোলনকারীদের অযথা ট্যাগিং করে সংকট সমাধান সম্ভব নয়। সরকারের উচিত, আলোচনার মাধ্যমে সমঝোতা করা।

ওএফএ/এমএসএ