প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সপরিবারে জর্ডান সফরে যাওয়ার একটি খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। মন্ত্রণালয় বলছে, সচিবের সপরিবারে জর্ডান সফরের তথ্য সত্য নয়। তবে চলমান বিতর্ককে কেন্দ্র ক‌রে প্রস্তাবিত সফরের কর্মসূচি বাতিল করেছে মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) রাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার স্ত্রী-পুত্রসহ মন্ত্রণালয়ের চারজন ও বোয়েসেলের চারজন সফর করবেন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর জুলকার নায়েন সায়েরের প্রকাশিত কনটেন্টের প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।’

এতে বলা হয়, ‘প্রকাশিত কনটেন্টের সিনিয়র সচিব ও তার স্ত্রী-পুত্র নিয়ে সফর করার বিষয়টি সত্য নয়। সরকারি আদেশে স্ত্রী-পুত্রের নাম কোথাও উল্লেখ নেই। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিধায় বিষয়টির ব্যাখ্যা প্রদান প্রয়োজন।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘প্রকৃতপক্ষে জর্ডানে বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি কর্মীদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ ও ভবিষ্যতে কর্মী প্রেরণে দূতাবাসের মাধ্যমে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টিই ছিল এ সফরের লক্ষ্য। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রস্তাবিত জর্ডান সফরের কর্মসূচি বাতিল করা হয়েছে।’

এনআই/এসএসএইচ