নিখোঁজ সংবাদ : প্রতিবন্ধী যুবক তানভীরের সন্ধানে আকুতি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রাম থেকে গত ৩১ মে (শনিবার) আনুমানিক ২০ বছর বয়সী প্রতিবন্ধী যুবক তানভীর নিখোঁজ হয়েছেন। পরিবার ও স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তানভীর কথা বলতে পারলেও নিজের নাম-ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। তবে তাকে কিছু জিজ্ঞেস করলে মনোযোগ দিয়ে শোনেন, মাথা নেড়ে জবাব দেন এবং অনেক সময় হাসেন।
বিজ্ঞাপন
তানভীরের শারীরিক বিবরণ ও পোশাক
বয়স: আনুমানিক ২০ বছর।
বিজ্ঞাপন
কথা বলার ধরন: একটু একটু কথা বলতে পারেন, তবে নিজের নাম-ঠিকানা বলতে অক্ষম। প্রশ্ন জিজ্ঞেস করলে মনোযোগ দিয়ে শোনেন এবং মাথা নেড়ে বা হেসে জবাব দেন।
গায়ের রং: শ্যামলা।
উচ্চতা: প্রায় পাঁচ ফুট।
হারানোর সময় পরনে: গ্রামীণ চেকের ট্রাউজার ও কালো রঙের গেঞ্জি (টি-শার্ট)। গেঞ্জির বুকে 'Music' লেখা আছে।
জানা গেছে, তানভীর মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে যেতেন এবং সাধারণত রাতে বাসায় ফিরে আসতেন। কিন্তু ৩১ মে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি।
তানভীরের পিতার নাম আনিছুর রহমান এবং মাতার নাম শিউলি বেগম। যদি কোনো সহৃদয় ব্যক্তি তানভীরের খোঁজ পান, তাহলে নিম্নবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তানভীরের পরিবার বিশেষভাবে অনুরোধ করেছে। মোবাইল নং- ০১৩১৯১০৫১৩৯, ০১৩০০১৭৪৮৩৪
এমজে