চট্টগ্রামে চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত
চট্টগ্রামে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
যাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা হলেন- শফিউল ইসলাম (৭৫), বিবি পারভীন (৫৫) ও নওশীন তাসনীম (৩০)। তাদের মধ্যে শফিউল মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা, পারভীন নগরের আকবর শাহ থানা এলাকার এবং নওশীন হালিশহর থানা এলাকার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, শফিউল ও পারভীনের নমুন নগরের মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং নওশীনের নমুনা নগরের একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকার নির্দেশনা মোতাবেক আমরা চারজনের নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে তিনজনই পজিটিভ বলে রিপোর্ট আসছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
এমআর/এমএ