রাজধানীর হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে বিদেশ যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাবা জুয়েল রানার ছুরিকাঘাতে ছেলে বাহারুল ইসলাম রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার(১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের মামা হুমায়ুন জানান, রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবে। এজন্য রাসেলের পাসপোর্ট ও করেছিল কিন্তু রাসেলের বাবা জুয়েল রানাও বিদেশ যেতে চায়। কে আগে যাবে বাবা না ছেলে এই বিষয় নিয়েই কথা কাটাকাটি হয় রাসেলের সাথে। কেন জুয়েল রানাকে আগে না নিয়ে ছেলে রাসেলকে আগে নিবে একথা শুনে রাসেলের বাবা জুয়েল রানা রেগে গিয়ে নিহত রাসেলের মাকে গত দুদিন আগে মোবাইলে ডিভোর্স দেয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে আজ রাতের দিকে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকে "তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম এই বলে সে পালিয়ে যায়"। পরে রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষ অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান রাসেল আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমটিআই