সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে বি‌দে‌শি যেসব নাগ‌রিক যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন আগামীতে তারা ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।

শ‌নিবার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের এ বার্তা জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

মা‌র্কিন দূতাবাসের ফেসবুকে উল্লেখ করা বার্তায় বলা হ‌য়ে‌ছে, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে এবং তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন।

এই ব্যয় আমেরিকার করদাতাদের ওপর বর্তায় এবং ভবিষ্যতে এই অভিভাবকরা হয়ত তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।

এনআই/এমএন