রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় মো. মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে গেছে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ জুন) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল ৬ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আহত মুজাহিদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম রামপুর কালা চাঁদপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকার চকবাজারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন।
তার সহকর্মী মোবারক হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ সকালে মতিঝিলের আরামবাগ বাস কাউন্টারে নেমেছিল মুজাহিদ। পরে সেখান থেকে চকবাজার যাওয়ার পথে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী মুজাহিদের বুকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আজ সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে । বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বাহকের কাছ থেকে জানতে পেরেছি, ওই যুবকটি ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসআইআর