চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মারা গেলেন ৬৩২ জন।
একই সময়ে এক হাজার ১৬১টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৩৫ জন।
বিজ্ঞাপন
বুধবার (৯ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে এক হাজার ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৬ জন এবং বিভিন্ন উপজেলার ৪৮ জন রয়েছেন।
বিজ্ঞাপন
মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ১০৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ২৩২ জন রয়েছেন।
চট্টগ্রামে ১ জুন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন চারজন। ২ জুন তিনজন, ৩ জুন মারা গিয়েছিলেন একজন। ৪ জুন ও ৫ জুন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৬ জুন একজন মারা গিয়েছিলেন। ৭ জুন ও ৮ জুন ২ জন করে মারা যান।
কেএম/এনএফ