চমেক হাসপাতালে ২০ দালালকে জেল-জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ২০ জন বহিরাগতকে আটক করেছে র্যাব। রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে বুধবার (২৫ জুন) এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করতেন তারা। আটকের পর তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। দোষ স্বীকারের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল মানুষকে লক্ষ্য করে এসব প্রতারক চক্র দীর্ঘদিন ধরেই হাসপাতালের পরিবেশ নষ্ট করছিলেন। রোগী ও স্বজনদের সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমআর/এমএন
বিজ্ঞাপন