তেহরান থে‌কে দে‌শে প্রত্যাবা‌সিত ২৮ সদ‌স্যের বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের প্রথম দল‌টি বর্তমা‌নে পা‌কিস্তা‌নের করা‌চি‌তে অবস্থান কর‌ছে। সোমবার (৩০ জুন) তারা করাচি থেকে বিমানযোগে ঢাকার উ‌দ্দে‌শে রওনা হ‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে প্রত্যাবা‌সিত ২৮ বাংলাদেশি রোববার (২৯ জুন) ভোরে পাকিস্তানের কোয়েটা থেকে করাচি এ‌সে‌ছেন। তাদের আজ রাতে সেখানকার হোটেলে রাখা হ‌বে। সোমবার তারা করা‌চি থে‌কে বিমানযোগে ঢাকার পথে রওনা হ‌বেন।

ইরান থেকে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ইরান-ইসরায়েল সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে।  

ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন।

এনআই/জেডএস