সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সুপারিশ করা হয়।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জিটুপি পদ্ধতির মাধ্যমে ভাতা প্রদান কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালীন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতরসমূহের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ ; জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র, মিরপুর -১৪ এর জনবল ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা জিটুপি (Government to Person) পদ্ধতিতে বিতরণের কাজ চলমান আছে।

সভায় এই চারটি কর্মসূচিতে ৮৮ লাখ ৫০ হাজার জন ভাতাভোগীদের মধ্যে ৭ জুন ২০২১ পর্যন্ত প্রায় ৮৭ লাখ ৭৫ হাজার ৬০০ জনের ডাটা এমআইএস (Management Information System) এ অন্তর্ভুক্ত করা হয়েছে (৯৯.১৬%) এবং অবশিষ্টাংশের এন্ট্রি ও ভেলিডেশনের কাজ চলমান আছে। কমিটি মন্ত্রণালয় ও অধিদফতরের এ কাজের সফলতার জন্য সন্তোষ প্রকাশ করে এবং সারাদেশে এ কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানায়।

সভায় করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অটিস্টিক শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্ব সহকারে করার সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর সংস্থার প্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আরও অংশ নেন কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা প্রমুখ। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগদান করেন।

এইউএ/এসকেডি