জুলাই শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা, সরকারকে সতর্ক করলেন সাকি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন এবং তাদের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় এ কর্মসূচিতে অংশ নেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় জোনায়েদ সাকি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ছাত্র-জনতার সবচেয়ে বৃহৎ গণজাগরণ হলো জুলাই অভ্যুত্থান। এটি কেবল ইতিহাস নয়, বরং চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণা।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো সক্রিয়। তারা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। কিন্তু জনগণের ঐক্যই তাদের ষড়যন্ত্র রুখে দেবে।
আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গুপ্ত সন্ত্রাস চালিয়ে দেশকে নিয়ন্ত্রণে রাখার অপচেষ্টা চলছে। মব তৈরি করে অপরাধ ঢাকার সুযোগ দেওয়া চলবে না। অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে সাকি বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কার দরকার। পাশাপাশি অতীতের গণহত্যাগুলোর বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গঠনের মধ্য দিয়েই আমরা জনগণের রাষ্ট্র গড়ে তুলতে পারি।
শেষে তিনি বলেন, একাত্তর, জুলাইসহ সব আত্মত্যাগ আমাদের সংগ্রামের পথ দেখায়। দেশ গঠনে সেই আত্মত্যাগের আদর্শকেই সামনে রাখতে হবে।
এসএআর/এমজে