প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বাড়ছে ডেঙ্গু রোগী, আছে করোনাও

সাত দিন আগে তীব্র জ্বর, গায়ে ব্যথা ছিল নারায়ণগঞ্জের আমেনা বেগমের (৪৮)। ওষুধে জ্বর কমছিল না। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। রক্তের প্লাটিলেট কমে ৪০ হাজারে নেমে এলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে আসেন। ১ জুলাই

থেকে তিনি মহাখালীতে অবস্থিত উত্তর সিটি করপোরেশন পরিচালিত ডিএনসিসি কোভিড–১৯ ডেডিকেটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি।

কালবেলা

বিএনপির সামনে ৫ কঠিন পরীক্ষা

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনীতির মাঠে বিএনপিকে এখন সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটির সামনে নিত্যনতুন ইস্যু তৈরি হচ্ছে। সবকিছু বিবেচনায় বিএনপির সামনে এখন পাঁচটি চ্যালেঞ্জ বা কঠিন পরীক্ষা এসে হাজির হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চ্যালেঞ্জগুলো হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি; দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানো; পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি; সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো এবং ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট।

সমকাল

কৃষকের গোলা খালি হওয়ার পর চড়ছে চালের বাজার

ভরা মৌসুমে যখন দাম কমে যাওয়ার কথা, তখনই চালের বাজার উল্টো পথে। রাজধানীসহ সারাদেশের বাজারে হঠাৎ কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম। এতে সাধারণ ভোক্তা যেমন চাপের মুখে পড়েছেন, তেমনি হতাশ কৃষকরাও। এখন চালের বাজার ঊর্ধ্বমুখী দেখে অনেক কৃষক মনে করছেন, তারা ঠকেছেন। এ পরিস্থিতিতে আবারও সামনে এসেছে ‘সিন্ডিকেট’ ও ‘করপোরেট দখল’। 

বাজার বিশ্লেষকরা বলছেন, রেকর্ড চাল উৎপাদন হলেও কৃষক ও ভোক্তা এর সুফল পাচ্ছেন না। কারণ, ধান যখন কৃষকের হাতে থাকে, তখন দাম কম থাকে। ব্যবসায়ীদের হাতে যাওয়ার পর চালের দাম বাড়িয়ে তোলা হয়।

বণিক বার্তা

রূপপুর চালু হলে বিদ্যুতে ভারতনির্ভরতা কমবে বাংলাদেশের

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রায় দ্বারপ্রান্তে। রাশিয়ার সহায়তায় নির্মিত এ কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে যোগ করবে নতুন মাত্রা। শুরুতে উৎপাদনে আসবে ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট। প্রকল্পটির সফল বাস্তবায়ন কেবল সরবরাহই বাড়াবে না, বরং বিদ্যুৎ আমদানিতে কমিয়ে আনবে ভারতনির্ভরতা। সেই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর অতিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা।

কালের কণ্ঠ

মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ

অনেকের কাছে সেদিন শুভ সকাল হলেও এই পরিবারের তিনজনের কাছে সকালটি ছিল অশুভ। কে জানত গ্রামের একদল লোক তাঁদের পিটিয়ে মৃত্যুপথের যাত্রী হিসেবে পাঠিয়ে দেবে এই জগৎ থেকে। গত বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে মা এবং তাঁর ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মোবাইল ফোন চুরির জেরে প্রকাশ্য পিটুনিতে প্রাণ হারান খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৮) এবং মেয়ে জোনাকী আক্তার (৩২)।

দেশ রূপান্তর

জলাতঙ্কের টিকা সংকটে আতঙ্ক

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২১ দিন ধরে জলাতঙ্ক প্রতিরোধক টিকা (অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন বা এআরভি এবং র‌্যাবিস ইমিউনোগ্লোবুলিন বা আরআইজি) নেই। জেলার পাঁচটি উপজেলা ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত প্রায় ৯০ থেকে ১০০ জন রোগী এ হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে আসেন। কিন্তু টিকার অভাবে বেশিরভাগ রোগীকে ফিরে যেতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে বাজার থেকে চড়া দামে টিকা কিনছেন, তবে দরিদ্র রোগীদের বেশিরভাগেরই এই ব্যয়বহুল টিকা কেনার সামর্থ্য নেই। আক্রান্ত রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়ার কথা থাকলেও, এখন নিজের টাকায় কিনতে গিয়েও তা পাওয়া যাচ্ছে না।

কালের কণ্ঠ

অবহেলায় প্রায় পরিত্যক্ত এমপি হোস্টেল

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ সদস্যদের আবাসস্থল ‘ন্যাম ভবন’ (এমপি হোস্টেল) বর্তমানে অবহেলায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে নেই আগের মতো কঠোর নিরাপত্তা বেষ্টনী। করা হয় না নিয়মিত রক্ষণাবেক্ষণও। বিধি-বিধান না মেনে বর্তমানে তিনটি ভবনের বেশ কটি ফ্ল্যাটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা গাদাগাদি করে থাকছেন।

প্রথম আলো

জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৭০০ বন্দী এখনো পলাতক, উদ্ধার হয়নি ২০ আগ্নেয়াস্ত্র

ছিনতাইকারী রাসেল মিয়া ওরফে জুয়েল ও তাঁর সহযোগীরা ৯ বছর আগে কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি ট্রেনে ছিনতাই করতে গিয়ে এক ব্যক্তিকে হত্যা করেন। ২০১৬ সালের মার্চ মাসে ওই ঘটনায় করা হত্যা মামলায় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৬ নভেম্বর রাসেল ও তাঁর সহযোগীদের মৃত্যুদণ্ড দেন আদালত।

এর পর থেকে রাসেল গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান রাসেল। আট মাস পর গত ২৬ জুন ঝিনাইদহের মহেশপুরের জলিলপুর বাজারে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।

দেশ রূপান্তর

‘মব ভায়োলেন্সে’ ভয়-উদ্বেগ

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পরও দেশ জুড়ে গণপিটুনি, সংঘবদ্ধ হামলা, গোষ্ঠী সহিংসতার ঘটনা ঘটছে; যা নাগরিকদের নিরাপত্তা এবং স্বাভাবিক শান্ত সামাজিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করছে।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই বেড়ে চলছে ‘মব ভায়োলেন্স’। হামলা-সহিংসতা ও গণপিটুনিতে মারা যাচ্ছে মানুষ। এতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, বিচারব্যবস্থার প্রতি আস্থাও কমে যাচ্ছে। তাই মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে।

যুগান্তর

পদোন্নতি ও পদায়ন নিয়ে বাড়ছে অসন্তোষ

প্রশাসনে পদোন্নতি ও পদায়ন নিয়ে অসন্তোষ বাড়ছে। সচিব ও সরকারি গুরুত্বপূর্ণ ৮টি সংস্থাপ্রধানের পদ শূন্য। দুটি অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) নেই। কিছু মন্ত্রণালয় ও বিভাগে অতিরিক্ত সচিব সংকট আছে। খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের একটি পদ শূন্য। অপরদিকে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪ ব্যাচের পদোন্নতিবঞ্চিতদের রিভিউ করার কথা থাকলেও শিগ্গিরই তা হওয়ার তেমন সম্ভাবনা নেই। বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের অতিরিক্ত সচিব এবং ৩০তম ব্যাচের উপসচিব হিসাবে পদোন্নতি অদৃশ্য কারণে ঝুলে আছে। এসব কারণে প্রশাসনের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে। পদোন্নতি ও পদায়নসংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় এসব ঝুলে আছে-এমন মন্তব্য খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। খবর সংশ্লিষ্ট সূত্রের।