মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় গত এপ্রিল মাসে মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় প্রধান আসামী বাসচালক মো. সোহেল তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ জুলাই) রাজধানীর মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রাজধানীর দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ এলাকার মো. হানিফের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গত ১ এপ্রিল তারিখে ঢাকার মিরপুর থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে রফিকুল ইসলামসহ তার পরিবার ও আত্মীয়-স্বজন রওনা দেন। পরদিন ২ এপ্রিল সকালে চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাস দ্রুত গতিতে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম, তার স্ত্রী, দুটি শিশু সন্তানসহ ১০ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রী মারা যান। এ ঘটনায় রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক ছিলেন। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/এমএন