চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঝরনায় ঘুরতে গিয়ে গালিব ও রিদয় নামের দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন তরুণ—মোহাম্মদ মিরাজ, রায়হান ও ফাহিম। আহতদের বর্তমানে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় এলাকায় পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

এমআর/এআইএস