ভর্তিযুদ্ধ এবার আরো তীব্র
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
৭০% মামলার তদন্তে ‘অগ্রগতি’, প্রতিবেদন দিতে চার চ্যালেঞ্জ
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে ১ হাজার ৬০১টি। এর মধ্যে ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ রয়েছে বলে জানিয়েছেন এসব মামলার তদন্ত–তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এসব মামলার প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে প্রধান চার ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
বিজ্ঞাপন
চ্যালেঞ্জগুলো হলো বেশির ভাগ শহীদের ময়নাতদন্ত না হওয়ায় লাশ উত্তোলন করা; মেডিকেল প্রতিবেদনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ না থাকা বা মৃত্যুর সঠিক কারণ লেখা না থাকা; এজাহারে ঘটনাস্থলের ভুল বর্ণনা এবং মামলায় অনেক ঢালাও আসামি থাকা। এসব কারণে পুলিশ আদালতে প্রতিবেদন দিতে পারছে না বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে।
বণিক বার্তা
গণিত ও ইংরেজির দুর্বলতায় এসএসসিতে বেড়েছে অকৃতকার্য
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। আগের বছরের তুলনায় তা ১৪ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ ৫-প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে এবার। দেশের ১১টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি ও গণিতে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে।
কালের কণ্ঠ
নির্বাচনী ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে জোরেশোরে। গণতন্ত্রের পথে যাত্রী হতেও প্রস্তুতি নিচ্ছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। আনন্দ-উৎসাহের সঙ্গে দলবিশেষের কিছুটা দ্বিধাও রয়েছে এই প্রস্তুতির মধ্যে। গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনের বাইরেও সর্বত্র নির্বাচন নিয়ে আলোচনা।
প্রথম আলো
ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম ‘রাজসাক্ষী’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো মামলায় একজন আসামি ‘অ্যাপ্রুভার’ হলেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বৃহস্পতিবার অ্যাপ্রুভার (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি, সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত) হওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল আইনের ১৫ ধারায় অ্যাপ্রুভারের বিষয়টি উল্লেখ রয়েছে। এই ধারার শিরোনাম ‘পারডন অব এন অ্যাপ্রুভার’। বাংলায় বিষয়টিকে ‘দোষ স্বীকারকারী সাক্ষীর ক্ষমা’ বলা যেতে পারে।
আরও পড়ুন
বণিক বার্তা
সামরিক স্থাপনা ও চাকচিক্য বাড়লেও বাংলাদেশের সমরাস্ত্রে ব্যয় খুবই নগণ্য
মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোয় বাড়ছে বিচ্ছিন্নতাবাদ, ভারত মহাসাগর ঘিরে সামরিক উপস্থিতি, এমনকি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক মেরুকরণ—সব মিলিয়ে ভূরাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং ও উত্তপ্ত অবস্থানে বাংলাদেশ। এ বাস্তবতায় প্রায় প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রই সমরাস্ত্র তৈরি কিংবা কেনার ক্ষেত্রে ব্যয় বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। যদিও বাংলাদেশ চলছে উল্টো পথে। টাকার অংকে নিট প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়লেও কমেছে ডলারের হিসাবে। আবার বাজেটের বেশির ভাগই চলে যাচ্ছে পরিচালন ও অবকাঠামো উন্নয়নে। সাম্প্রতিক বছরগুলোয় নতুন ক্যান্টনমেন্ট, আধুনিক প্রশিক্ষণ ভবন, সেনাপ্রাঙ্গণ, অডিটোরিয়াম ও স্বাস্থ্য সুবিধা স্থাপনের মতো অবকাঠামোগত বেশ উন্নয়ন হয়েছে। বিপরীতে ব্যয় কমেছে সমরাস্ত্র কেনায়।
বণিক বার্তা
কক্সবাজারে নতুন করে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল এ তথ্য জানিয়েছে।
কালের কণ্ঠ
এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। এবার জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। ফলাফল নিয়ে তাৎক্ষণিক শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস কাজ করলেও ধীরে ধীরে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ যারা পাস করেছে একাদশ শ্রেণিতে এখন তাদের ভর্তি হতে হবে।
যুগান্তর
জাতীয় সংসদ নির্বাচনে ‘না ভোট’ চালুসহ বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচনের প্রধান আইন ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ (আরপিও)’-এ কমবেশি অর্ধশত সংশোধনী এনে একটি খসড়া তৈরি করেছে। এতে যেসব আসনে একক প্রার্থী থাকবেন, সেখানে ‘না ভোট’ চালুর প্রস্তাব করা হয়েছে। ওই সংশোধনী পাশ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ-সদস্য হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, প্রার্থীর চেয়ে ‘না ভোট’ বেশি পড়লে সেই আসনে আবারও ভোট হবে। ইসির কর্মকর্তারা মনে করছেন, এ বিধান যুক্ত হলে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দেবে। পাশাপাশি অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা কমবে। যদিও এ সংশোধনী রাজনৈতিক দলের মতামতের ওপর অনেকটাই নির্ভর করছে। দলগুলোর মতামতের ভিত্তিতেই বিষয়টি চূড়ান্ত করতে চায় ইসি। খবর সংশ্লিষ্ট সূত্রের।
টিবিএস
সুফল নিয়ে সংশয়, তবুও বিআরটি প্রকল্পের ব্যয় বাড়ছে আরও ৫৫ শতাংশ
গাজীপুরকে ঢাকা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করতে দীর্ঘদিন আগে শুরু হওয়া ও ব্যাপক সমালোচিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটির ব্যয় ও আরও চার বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির কার্যকারিতা ও সুফল নিয়ে প্রশ্ন উঠছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলেও ঢাকা শহরের চিরচেনা যানজট কতটা কমবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সংশয় রয়েছে। এর মধ্যেই প্রকল্প ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো।
বিবিসি
'আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ'- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
মেরুদণ্ডের হাড়ে এখনও বুলেটবিদ্ধ তরুণ। অভ্যুত্থানের এগারো মাসেও উন্নত চিকিৎসা, সরকারি অনুদান, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কিংবা মন্ত্রণালয়ের গেজেট কোথাও নেই তিনি।
ঋণগ্রস্ত হয়ে মারাত্মক আর্থিক দুরাবস্থায় পড়েছেন। একমাত্র সন্তানকে নিয়ে চলে গেছে স্ত্রী। ৫ই আগস্টের পর এগারো মাসে শ্রিপুরের একজন 'জুলাই যোদ্ধা'র এই হলো পরিস্থিতি। জুলাই গণঅভ্যুত্থানে আহত এই তরুণের নাম মো. শাকিল।