চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে চার হাজার ২৮৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শেখেরখীল এলাকার চট্টগ্রাম–পেকুয়া সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার দুইজন হলেন– চকরিয়া খুটাখালীর সেগুন বাগিচা এলাকার মীর আহমদের ছেলে মনির আহমদ ও লালমনিরহাটের হাতিবান্ধা নওদা বাস ইউনিয়নের মৃত সোলতান আহমদের ছেলে লতিফ আলী।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শেখেরখীল এলাকায় চট্টগ্রাম-পেকুয়া সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএমএন/এআইএস