শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার কো হলো। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেপ্তার করলো।
এমএসি/জেডএস
বিজ্ঞাপন