প্রায় তিন দশক পর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপাল থেকে গ্রেপ্তার হয়েছেন রূপান্তরকামী ‘নেহা’। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নেহার আসল নাম আবদুল, তিনি গত আট বছর ধরে তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভোপালে থাকছিলেন।    

পুলিশ জানিয়েছে, আবদুল দশ বছর বয়সে বাংলাদেশ থেকে ভারতে আসেন। তিনি প্রথমে মুম্বাইয়ে দীর্ঘদিন বসবাস করেন। পরে চলে যান মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। সেখানেই পরিচয় নেন ‘নেহা’ নামে এবং যুক্ত হন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সঙ্গে। তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্টও উদ্ধার হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, জাল পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার ভারত ও বাংলাদেশে যাতায়াত করেছেন ‘আবদুল’। দীর্ঘদিন ধরে তিনি এলাকা ও প্রতিবেশীদের কাছে ‘নেহা’ নামেই পরিচিত ছিলেন। নিয়মিত ঠিকানা পরিবর্তন করেও নজর এড়িয়ে গেছেন তিনি।

আরও পড়ুন

এদিকে এ ঘটনায় তদন্তে নেমেছে দেশটির গোয়েন্দা বিভাগ। অভিযুক্তের মোবাইল থেকে কল লগ, মেসেজ, এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 

এমএসএ