অপরাধের পারদ ঊর্ধ্বমুখী
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সুন্দরবনের গহিনে বিষে ধরা পড়ে চিংড়ি, আগুনে শুকিয়ে বানানো হয় শুঁটকি
সকালের আলো তখনো ফুটে ওঠেনি। সুন্দরবনের আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ও তাঁর দল হেঁটে যাচ্ছিলেন বনের ভেতর দিয়ে। হঠাৎ কচুখালী সিসা খালের পাশে থমকে দাঁড়ান তাঁরা। ভেজা পাতার ফাঁক দিয়ে ভেসে আসে শুঁটকি মাছের গন্ধ। পাশে গাছের ভাঙা ডাল ও পায়ের ছাপ দেখে নিশ্চিত হন, কেউ ছিল এখানে। আরও এগিয়ে গিয়ে গহিন বনে পান ১৮ বস্তা বিষ দিয়ে ধরা চিংড়ির শুঁটকি। মাহবুবুর রহমান বলেন, ‘পায়ের ছাপ দেখেই বুঝেছিলাম, কেউ আছে। কিন্তু আমরা পৌঁছানোর আগেই ওরা পালিয়ে যায়। প্রায়ই এমন হয়।’
বিজ্ঞাপন
যুগান্তর
সমীক্ষা ছাড়াই ১৬৮০০ কোটি টাকার প্রস্তাব
প্রকল্প তৈরিতে নিয়ম মানেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই তৈরি করা হয়েছে ১৬ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব। যদিও সরকারি খাতে উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে ৫০ কোটি টাকার বেশি ব্যয় হলে সমীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (ব্লক-‘বি’ ও ‘সি’)’ নামের একটি প্রকল্প তৈরি করেছে সংস্থাটি। এতে আপত্তি জানিয়েছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ায় নতুন করে তৃতীয় পক্ষের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। এছাড়া ভুল প্রাক্কলনে অত্যধিক খরচ ধরা হয়েছে ভবন নির্মাণের ক্ষেত্রে। ১৯ জুন অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অতিরিক্ত ব্যয়ের বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সমীক্ষা নিয়ে আপত্তি জানানো হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আজকের পত্রিকা
গাজীপুরের বেলাই বিল গিলছে ভূমিদস্যুরা
অবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালালেও কোনো কাজ হচ্ছে না। হুমকিতে পড়েছে বিলের প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য।
সরেজমিনে দেখা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশ ঘেঁষে নলছাটা এলাকায় বেলাই বিলে নিজেদের সাইনবোর্ড টাঙিয়েছে নর্থ সাউথ ও তেপান্তর গ্রুপ। কিছুদিন আগেও রাতের আঁধারে বালু ভরাটের কাজ চললেও এখন কোনো রাখঢাক ছাড়াই দিনদুপুরে ডাম্প ট্রাক দিয়ে ভরাটের কাজ চলছে।
কালের কণ্ঠ
রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর
দেশের রাজনীতিতে বিভক্তি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু, বিশেষ করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ইস্যুতে চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে দূরত্বে এখন আর কোনো রাখঢাক নেই। প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ করে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য এবং তার প্রতিক্রিয়ায় সভামঞ্চ ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় যত এগিয়ে আসছে, ততই বিভাজন বাড়ছে।
আরও পড়ুন
সমকাল
রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি
আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রমে ধীরে চলছিল জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি। অনেক জেলায় সাড়ে ৯ মাস ধরে মামলার যাচাই-বাছাই চলছিল। এ অবস্থায় নতুন নিয়োগ পাওয়া জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের (পিপি) সরাসরি মামলা প্রত্যাহারে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়। এখন পিপির মাধ্যমে আবেদন পেয়ে মামলা প্রত্যাহারের সরকারি আদেশ (জিও) জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে স্থানীয় পর্যায়ে জেলা কমিটির অজান্তে অনেক মামলা প্রত্যাহার হচ্ছে।
কালের কণ্ঠ
দেশে লক্কড়ঝক্কড় বাস-ট্রাক ৮০ হাজারের বেশি, অভিযান শুরু
দেড় দশক ধরে উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মালিকদের ধর্মঘট, ধর্মঘটের হুমকি ও অসহযোগিতায় রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে পুরনো বাস ও ট্রাক উচ্ছেদ করা সম্ভব হয়নি। অভিযান শুরুর কয়েক দিনের মধ্যে তা বন্ধ করতে বাধ্য হতো সরকার। তবে শেষ পর্যন্ত মালিকদের অসহযোগিতা, হুমকির মধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসন গতকাল রবিবার থেকে পুরনো গাড়ি উচ্ছেদে অভিযান শুরু করেছে। গতকাল অভিযান চলে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকাসহ বিভিন্ন জেলায়।
আজকের পত্রিকা
হাসিনার বিচার শেষ হতে পারে ডিসেম্বরে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শেষে রায় ঘোষণা হতে পারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। একই সময়ে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র এসব কথা জানিয়েছে। সূত্র বলেছে, দুই ট্রাইব্যুনালের চলমান গতিপ্রকৃতি বিবেচনায় এমন আশা করা হচ্ছে।
প্রথম আলো
লক্কড়ঝক্কড় বাস-ট্রাক ৮০ হাজারের বেশি, ঢাকা ও আশপাশে আজ থেকে অভিযান
দেশে পুরোনো লক্কড়ঝক্কড় যানবাহনের সংখ্যা ৮০ হাজার ৩০৯। ছয় মাস সময় দেওয়ার পরও যানবাহনের মালিকেরা এসব লক্কড়ঝক্কড় যানবাহন সড়ক থেকে তুলে নেয়নি। এ জন্য এবার সরকার পুরোনো যানবাহন উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। আজ রোববার থেকে ঢাকা এবং এর আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হচ্ছে। এই অভিযান প্রথমবারের মতো দিনের পাশাপাশি রাতেও চলবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, গত জুন পর্যন্ত সারা দেশে ২৫ বছরের পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের সংখ্যা ৪১ হাজার ১৪০। সারা দেশে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাসের সংখ্যা ৩৯ হাজার ১৬৯। তবে পুরোনো যানবাহনের মালিক-শ্রমিকেরা অতীতের মতো এবারও ধর্মঘটের মাধ্যমে এই উদ্যোগ আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন।
দেশ রূপান্তর
গুলশানে অর্ধেক দামে ফ্ল্যাট নেন সাবেক প্রধান বিচারপতিও
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক বর্গফুট ফ্ল্যাটের দাম প্রায় ৩০ হাজার টাকা। অথচ তৎকালীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সেখানে প্রায় দেড় লাখ বর্গফুট আয়তনের ৪৮টি ফ্ল্যাট ১৪ হাজার ৫০০ টাকা বর্গফুট দরে বরাদ্দ দিয়েছে। ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও রাজউকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান মিঞাসহ ৪৮ জন ভিআইপির নামে। এতে সরকারের প্রায় ২৩০ কোটি টাকা গচ্চা গেছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা দামের একেকটি ফ্ল্যাট কেনার টাকা সরকারি কর্মকর্তারা কোথায় পেয়েছেন, সেটিও সন্দেহজনক। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে রাজউক চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা জানতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট গত ১৮ জুন অভিযান পরিচালনা করেছে।
কালবেলা
৭৭ হাজার টাকার কাজ নিতে কোটি টাকা ঘুষ!
শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করা বইয়ের মান যাচাইকারীদের মধ্যে চলছে এক আজব প্রতিযোগিতা। সরকারের অন্যান্য দপ্তরে যেখানে ব্যয় কয়েক গুণ বেশি দর দেখানো হয়, তার বিপরীতে বইয়ের মান যাচাই এজেন্সি নিয়োগ হচ্ছে নামমাত্র মূল্যে। কেউ কেউ আছেন বিনা পয়সায়ও সেই কাজ করে দিতে চান। আবার কেউ আছেন আরেক ধাপ উপরে। কয়েক কোটি টাকার কাজ মাত্র ৭৭ হাজার টাকায় নিতে ঘুষ বাবদ খরচ করেছেন কোটি টাকা। প্রথমে শুনে মনে হতে পারে দেশের কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ‘মহান হৃদয়’-এর অধিকারী মানুষরা বুঝি তুমুল প্রতিযোগিতায় নেমেছে। বাস্তবতা বলছে ভিন্ন কথা। যার নেপথ্যে ভয়াবহ দুর্নীতি। একবার পরিদর্শন এজেন্সির কাজ পেলে রাতারাতি বাড়ি গাড়িসহ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হওয়া যায়। কেউ কেউ বলেছেন ‘পরিদর্শন এজেন্সি’ পাওয়া মানেই রূপকথার সেই আলাদীনের চেরাগ পাওয়া।
যুগান্তর
অপরাধের পারদ ঊর্ধ্বমুখী
পথচারীর ব্যাগ ছিনতাইয়ের পর উদ্যত চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে ছিনতাইকারী। এ দৃশ্য দেখেও রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের দুই সদস্য নির্বিকার। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সামনে ছিনতাই ও ধারালো চাপাতি প্রদর্শনের এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারে ঘটে আতঙ্কে গা হিম হওয়া এই ছিনতাইয়ের ঘটনা।
বিবিসি
আগেই শাপলা বাদ, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?
নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দলের কোনটিই ইসির শর্ত পূরণ করতে পারেনি। যে কারণে এসব দলগুলোকে শর্ত পূরণে সময় বেঁধে দিচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি দলের আবেদনেই কোন না কোন ঘাটতি থাকায় যে সব দল নিবন্ধনের আবেদন করেছে সে সব নতুন রাজনৈতিক দল চিঠি পাঠানো শুরু করেছে ইসি।
টিবিএস
এক সপ্তাহে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদহার ১.১৩ শতাংশীয় পয়েন্ট কমে ১০.৪৫ শতাংশে নেমেছে
অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংকিং খাত থেকে সরকারের ধারের প্রবণতা কম থাকায় এবং বাজারে টাকার তারল্য বাড়ায় ৯১ দিন মেয়াদের ট্রেজারি বিলের সুদহার ১০.৫ শতাংশের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গতকাল কেন্দ্রীয় ব্যাংক তিন মেয়াদের ট্রেজারি বিলের নিলাম করে। এর মধ্যে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার কমে ১০.৪৫ শতাংশে নেমে আসে। সর্বশেষ ১৩ জুলাইয়ের নিলামে এই বিলের সুদের হার ১১.৫৮ শতাংশে উঠেছিল। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সুদের হার কমেছে ১.১৩ শতাংশীয় পয়েন্ট।