রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন চারদিকে আতঙ্ক আর বিভীষিকা, তখন সাহস করে হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন কলেজ শাখার এক শিক্ষার্থী। চোখের সামনে বিমান বিধ্বস্তের ভয়াবহ মুহূর্ত দেখেও ভয না পেয়ে তিনি আহত শিশুদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। হাসপাতালে আহতদের নিয়ে এসে তিনি নিজেই বর্ণনা করেছেন সেই বিভীষিকাময় সময়ের কথা।

সোমবার (২১ জুলাই) দুপুরের সেই ভয়ংকর মুহূর্তের কথা স্মরণ করে ওই শিক্ষার্থী বলেন, আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবেই আমরা চলে আসছিলাম। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছনে ফিরে তাকিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তাও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে।

‘কী ঘটনা হয়েছে তা জানতে যাই ওখানে। পরে দেখি অনেক বাচ্চা খুব বাজেভাবে আহত হয়েছে।’

এই শিক্ষার্থী বলেন, দু-তিনটি বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে— ‘আপু বাঁচাও।’ এ অবস্থায় আমি কীভাবে তাদের ছেড়ে আসি! শিশুদের এমন আকুতি শুনে নিজেকে স্থির রাখতে পারিনি।

তিনি দ্রুত তাদের নিয়ে বাংলাদেশ মেডিকেলে যান। সেখান থেকে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। এই শিক্ষার্থী জানান, তিনি নিজে আহতদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং তাদের চিকিৎসায় সহায়তা করছেন।

এমজে