উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত : ভর্তি ৪৪, আইসিইউতে ১২
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে ৪৪ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জন আইসিইউতে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
এ ছাড়া, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। আইসিউতে থাকা ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এসএএ/এমজে