যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থান পত্র পাঠিয়েছে ঢাকা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
শিক্ষকের বর্ণনা: বিমান বিধ্বস্তের সেই ৩ মিনিট
স্কুল ছুটি হয়ে গেছে। দোতলায় আমার সঙ্গে শ্রেণিকক্ষে সাত-আটজন বাচ্চা ছিল। বেশির ভাগই অষ্টম শ্রেণির ছাত্র। হঠাৎ বিকট শব্দ। প্রথমে ভেবেছি বজ্রপাতের শব্দ। কিন্তু আকাশ তো পরিষ্কার, সেটা তো হওয়ার কথা নয়। এরই মধ্যে পাশের নারকেলগাছে আগুন জ্বলতে দেখা গেল। কী ঘটেছে, ভাবতে ভাবতেই দোতলার বারান্দাসহ বিভিন্ন স্থানে আগুন ছড়াতে লাগল। ধোঁয়ায় দমবন্ধ হওয়ার মতো অবস্থা।
বিজ্ঞাপন
বণিক বার্তা
দুর্নীতি ও বিতর্ক পিছু ছাড়েনি বিমান বাহিনীর কেনাকাটায়
দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় প্রতিটি রাষ্ট্রই সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। প্রতিরক্ষা বাজেট বাড়ছে, যুদ্ধবিমান, রাডার, সাবমেরিন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে বিলিয়ন ডলার ব্যয়ে। বড় ধরনের এসব সমরাস্ত্র ক্রয়ের প্রায় অধিকাংশ ঘটনাতেই উঠে আসে বিতর্ক ও আর্থিক কেলেঙ্কারির খবর। ভারতে ২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় মূল্যবৃদ্ধি, ঘুস এবং অনভিজ্ঞ রিলায়েন্স ডিফেন্সকে সুযোগ দেয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। আশির দশকে সুইডিশ কোম্পানি থেকে হাউইটজার কেনায় ‘বোফর্স কেলেঙ্কারি’ সারা বিশ্বে আলোচনায় ছিল বহুদিন।
সমকাল
ডিসেম্বরে চার মামলা শেষ করার লক্ষ্য
আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্তত চার মামলার বিচার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে এসব মামলার সাক্ষীদের যেন যথাসময়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়, সে ব্যাপারে কার্যক্রম চলছে।
বণিক বার্তা
নিহতের সংখ্যা বেড়ে ৩১,আশঙ্কাজনক অনেকে
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত ১৬৫ জন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেয়াদের মধ্যে ৩০ জন এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ/সংখ্যালঘুদের অনেকে উদ্বিগ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার করেছেন। তবে সংখ্যালঘুদের অনেকেই তাদের সুরক্ষা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তাঁরা সেই উদ্বেগের কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে।
সমকাল
সচিবালয়ের ভেতরে-বাইরে সংঘর্ষ, আহত ৭৫ শিক্ষার্থী
রাজধানীর সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের এ ঘটনায় অন্তত ৭৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থী সামির (১৭) ও নাফিসাকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করেন। তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয়।
আজকের পত্রিকা
ক্রাউড ফান্ডে এয়ারলাইনসের উদ্যোগ, আছে প্রশ্ন ও সন্দেহ
সাধারণ মানুষের টাকায় ‘জনগণের এয়ারলাইন’ গড়ার ঘোষণা দিয়ে ‘পিপলস এয়ার’ নামের একটি নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। তিনি দাবি করছেন, এটি হবে বাংলাদেশের প্রথম ‘ক্রাউড ফান্ডেড’ এয়ারলাইনস। এরই মধ্যে আগ্রহী বিনিয়োগকারীদের নিবন্ধনও শুরু হয়েছে। তবে নতুন এয়ারলাইনস গঠনের উদ্যোগটিতে বিনিয়োগকারীদের সুরক্ষার নিশ্চয়তা কিংবা ব্যবসায়িক স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সেটি স্পষ্ট নয়। এমনকি আলোচনা করা হয়নি সরকারের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও। এ অবস্থায় নতুন এয়ারলাইনসে বিনিয়োগে আশার চেয়ে শঙ্কাই বাড়ছে বেশি।
যুগান্তর
যুক্তরাষ্ট্রে চূড়ান্ত অবস্থান পত্র পাঠিয়েছে ঢাকা
ট্রাম্প প্রশাসনের বাড়তি ৩৫ শতাংশ শুল্ক কমানোর জন্য ‘বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র’ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরে (ইউএসটিআর) পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণসহ নানা ইস্যুতে একমত হওয়া বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তৃতীয় দফার আলোচনার জন্য ইউএসটিআরের কাছে ২৬-২৭ জুলাই আবারও সময় চেয়েছে বাংলাদেশ। অবস্থানপত্র এবং সময় চাওয়ার প্রস্তাব দুটি ই-মেইলে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দেশ রূপান্তর
শেয়ারবাজারে সব সূচকে চাঙাভাব
সন্তোষজনক বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রভাবে দেশের সামগ্রিক অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। অর্থনীতির এসব সূচকের প্রভাবে জুলাই মাসের শুরু থেকে দেশের শেয়ারবাজারে সব সূচকের চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৪ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) প্রধান মূল্যসূচক ৪৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুন শেষে ৪৬৪ কোটি টাকার লেনদেন গত ১৪ কার্যদিবসে ৮৬০ কোটি টাকা অতিক্রম করেছে। আলোচ্য সময়ে অন্যান্য সূচকসহ বাজারে লেনদেনে অংশগ্রহণকারী ও হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
কালবেলা
ঢাকার স্বাস্থ্যব্যবস্থা অসহায়!
রাজধানী ঢাকাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার বড় ধরনের গলদ আবারও ধরা পড়ল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়। সোমবার স্কুলটিতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ভয়াবহ এ দুর্ঘটনায় ১৯ জন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা মারা যান চিকিৎসাধীন অবস্থায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে এ ধরনের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা থাকলে হয়তো এত প্রাণহানি এড়ানো যেত।
বিবিসি
'টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা'
মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া মুমতাজ শিল্পী। আগের দিন স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনটির ক্ষত চিহ্ন দেখছিলেন।
ওই ভবন থেকেই কীভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে তার ছেলে, সেটি বিবিসি বাংলাকে জানাচ্ছিলেন তিনি।
আশফিয়া মুমতাজ শিল্পী জানান, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলেকে ব্যাগে টিফিন পাঠান তিনি। তবে সোমবার ছেলেকে টিফিন দিয়ে দিতে পারেননি, তাই তার কাছে টিফিনের জন্য টাকা দিয়েছিলেন।