এমপিদের শুল্কমুক্ত গাড়ি কাস্টমসের গলার কাঁটা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করতে বলেছে তদন্ত কমিটি
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। কমিটি বলছে, বিধি না মেনেই মেডিকেল অফিসার পদে তাঁদের নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে মেধা যাচাই করা হয়নি। তা ছাড়া জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের মতো কোনো পরিস্থিতিও হাসপাতালে সৃষ্টি হয়নি।
বিজ্ঞাপন
শিশু হাসপাতালে ৬৫ জন চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ৬ পৃষ্ঠার প্রতিবেদনে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই নিয়োগ বাতিলসহ বেশ কিছু সুপারিশও কমিটির সদস্যরা করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিতে পারে, তা এখনো জানা যায়নি।
বণিক বার্তা
বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদ ক্রোক, রক্ষণাবেক্ষণে দুদকের আছে কেবল ৫ জন
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদ ক্রোক করা হয়েছে। নিয়ম অনুযায়ী ক্রোক করা সম্পদ রক্ষণাবেক্ষণ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘সম্পদ ব্যবস্থাপনা ইউনিট’। তবে বর্তমানে এর জনবল কেবল পাঁচজন, যা এত বিপুল সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য অপ্রতুল।
কালের কণ্ঠ
প্রোভিসির আবদার অন্তহীন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপ-উপাচার্য (প্রোভিসি) ড. সোহেল হাসান যোগদান করেছেন মাত্র ৯ মাস। এই অল্প সময়েই তাঁর চাহিদা মেটাতে গিয়ে বিব্রত বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রোভিসির চাহিদা আর আবদারের যেন শেষ নেই।
কিছু চাহিদার ছলে বড় ধরনের কিছু অনিয়মের ফাঁদে পা দিচ্ছেন তিনি।
যুগান্তর
নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন
হাঁটি হাঁটি পা পা করে দেশ যখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে, তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা। নির্বাচনের আগেই দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এই সহিংসতা, অস্থিরতা ও অরাজকতায় ঘি ঢালছেন কার্যত নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রীড়নকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকেই দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছে ক্ষমতাচ্যুত দলটি। সাম্প্রতিক সময়ে স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন পরাজিত রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা। তাদের কাছে নির্দেশ এসেছে বিদেশে পলাতক নেতাদের তরফ থেকে। পলাতক গডফাদারদের বার্তা-দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না, কোনো অনাকাঙ্ক্ষিত-অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে। এ ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন। তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি যৌক্তিক-অযৌক্তিক অন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
সমকাল
১২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশের মামলা
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং এসএসসির খাতা পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ঢাকার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বুধবার বলেন, ‘হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
যুগান্তর
এমপিদের শুল্কমুক্ত গাড়ি কাস্টমসের গলার কাঁটা
সাবেক সংসদ-সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ি এখন কাস্টমসের গলার কাঁটা। প্রথম দফায় এসব গাড়ি নিলামে তোলা হলেও উপযুক্ত দাম পাওয়া যায়নি। আইনি বাধ্যবাধকতার কারণে দ্বিতীয় দফায় নিলামে তুলতে অনাগ্রহী কাস্টমস। অন্যদিকে বন্দরের শেডে দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িগুলোর অবস্থা খারাপ হচ্ছে। বিষয়টি কীভাবে নিষ্পত্তি করা হবে, এ বিষয়ে একাধিকবার বৈঠক করেও কূলকিনারা করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বণিক বার্তা
তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময় পাওয়ার অপেক্ষা
রফতানি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কে ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পথে হাঁটছে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে দেশটি থেকে গম, এলএনজি ও উড়োজাহাজ কেনার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তাছাড়া এলএনজি কেনার চুক্তিও করা হয়েছে, প্রস্তাব দেয়া হয়েছে বাণিজ্যিক উড়োজাহাজ কেনার। পাশাপাশি শুল্ক ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে তৃতীয় দফায় আলোচনার জন্য ওয়াশিংটনের কাছে সময় চেয়েছে ঢাকা। যদিও এখন পর্যন্ত আলোচনার তারিখ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
আজকের পত্রিকা
জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া
দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয়, এটি একটি দূতাবাস। কিন্তু আসল নয়, ভুয়া। উত্তর প্রদেশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) সম্প্রতি এই ভুয়া দূতাবাসটি চিহ্নিত করেছে। এরপরেই হর্ষবর্ধন জৈন নামের এক ব্যক্তির প্রতারণার বিষয়টি সামনে আসে।
কালের কণ্ঠ
আস্থার সংকট
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই তীব্র হচ্ছে। ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের সংস্কার, মার্কিন শুল্কনীতির চাপসহ অর্থনৈতিক অবস্থায় গুমট পরিস্থিতি, মব ভীতি, অনাকাঙ্ক্ষিত নিত্যনতুন ইস্যু—এসব নিয়ে সরকারের প্রতি আস্থার সংকট স্পষ্ট হচ্ছে। সরকারের দুজন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও।
টিবিএস
মশারি নামানো হয় না যে হাসপাতালে, ভরসা হয়ে উঠেছে ডেঙ্গু চিকিৎসায়
১২ জুলাই, দুপুরবেলা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১১ তলার ওয়ার্ডজুড়ে ঝুলে আছে অর্ধশতাধিক মশারি—এক অদ্ভুত দৃশ্য! সাদা বিছানা, অসুস্থ শরীর, ক্যানোলা লাগানো হাতে ঝুলছে স্যালাইনের পাইপ, আর তার ওপরে ছাতার মতো ঝুলে থাকা মশারির ছায়া—যেন একমাত্র আশ্রয়। এই দৃশ্য যেন নিজেই বলে দিচ্ছে, এখানে চলছে 'ডেঙ্গু যুদ্ধ'।
মায়ের সঙ্গে এই যুদ্ধে শরিক হয়েছে ছোট্ট মিশকাতুল জান্নাতও। বয়স খুব বেশি না, নার্সারিতে পড়ে। স্কুলে যাওয়ার কথা ছিল, পরীক্ষা ছিল, কিন্তু মা অসুস্থ। ছয়-সাত দিন ধরে মায়ের জ্বর, কিছুতেই সারে না। চারদিকে ডেঙ্গুর ভয়। তাই পরীক্ষা করানো হলো। রিপোর্টে দেখা গেল, রক্তে প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে অনেক কম।
বিলম্ব না করে বাবা জান্নাতের মাকে নিয়ে এলেন মুগদা হাসপাতালে। সঙ্গে জান্নাতও। তিনজনের পরিবার, জান্নাতকে একা রেখে যাওয়ার উপায় ছিল না। প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে তারা চলে এলেন হাসপাতালে।
কালবেলা
বিশ্বের ৫৬০ কোটি মানুষ চিকুনগুনিয়ার ঝুঁকিতে
ডেঙ্গু বহনকারী মশার মাধ্যমে ছড়ানো চিকুনগুনিয়া ভাইরাসের বিস্তার নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত মঙ্গলবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, প্রায় দুই দশক আগে যে মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, তার পুনরাবৃত্তি রোধ করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে উদ্ভূত চিকুনগুনিয়ার নতুন প্রাদুর্ভাব ইউরোপসহ অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়ছে।
বিবিসি
বিমান বিধ্বস্তের পর পরিস্থিতি সামলাতে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে
ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের হতাহতের মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সমন্বয়হীনতা ও ব্যর্থতার নজির স্থাপন করেছে বলে বিশ্লেষকেরা মনে করেন।
এই ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একইসঙ্গে প্রশ্ন উঠেছে–– জনবহুল এলাকায় কেন যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঘটনার দায় কার?
একসঙ্গে এত শিশুর মৃত্যু কমই দেখেছে বাংলাদেশ। গত সোমবার যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে স্কুলটিতে আছড়ে পড়লে শিশুদের র্মমান্তিক মৃত্যু ও হতাহতের ঘটনা দেশজুড়ে মানুষের মাঝে আবেগ সৃষ্টি করে।
ডয়চে ভেলে
ঢাকা : অপরিকল্পিত মহানগরে ঝুঁকির মহাসমারোহ
‘অপরিকল্পিত' নগরায়নে জনজীবনের ঝুঁকি বাড়ানো আরো অনেক বিষয়ই উঠে আসছে আলোচনায়৷
এমন ঘনবসতিপূর্ণ এক নগরীতে আন্তর্জাতিক বিমান বন্দর থাকতে পারে কিনা, কমার্শিল উড়োজাহাজ ও জঙ্গি বিমান একই রানওয়ে ব্যবহার করতে পারে কিনা - এসব প্রশ্নও উঠছে৷
আগুন, ভূমিকম্প, ভবন ধ্বসের ঘটনার পর রাজধানীতে ভবন নির্মাণের নীতিমালা মানা হচেছ কিনা- এ প্রশ্ন তো অতীতে বহুবারই উঠেছে৷
বেইলি রোডের আগুনের সময় প্রশ্ন উঠেছে আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় কিনা। সব প্রশ্নেরই এক জবাব, ঢাকায় কোনো ক্ষেত্রেই কোনো আইন বা নিয়ম মানা হচ্ছে না। ফলে, এই শহর বলতে গেলে একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।