মাইলস্টোন ট্র্র্যাজেডি : শোক মিছিল করলো মহিলা পরিষদ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে নিমতলির মোড়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শোক মিছিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগরের নেতাকর্মী, সম্পাদকমণ্ডলী এবং পাড়া কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞাপন
সংগঠনটির সাধারণ সম্পাদক রেহানা ইউনুস বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা এখনও আহত হয়ে হাসপাতালে আছেন তাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রদানসহ ঘটনার সুষ্ঠু তদন্তের এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এএসএস/এআইএস