আইনে নিষিদ্ধ মিনিকেটে বাজার সয়লাব
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সংকটাপন্ন পাঁচজন, নিহত বেড়ে ৩৩
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল শুক্রবার আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তারা চিকিৎসাধীন ছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো আব্দুল মুসাব্বির মাকিন (১৩) ও আফরোজ আইমান (১০)। মুসাব্বির মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আফরোজ পড়ত স্কুলের চতুর্থ শ্রেণিতে।
বণিক বার্তা
ছয় দশকে এত দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল না কুয়েটে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের জেরে গত ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এরপর প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নানামুখী আন্দোলনে বিশ্ববিদ্যালয়টিতে দুদফায় উপাচার্য পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠার পর প্রায় ছয় দশকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে এত দীর্ঘ সময় অচলাবস্থা আর দেখা যায়নি।
যুগান্তর
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন দেশের প্রায় সব এলাকার জনগণ। এর আগে এই রোগ রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় সীমাবদ্ধ থাকলেও এবার তা একযোগে সারা দেশে বিস্তার লাভ করেছে। চলতি বছরে ইতোমধ্যে ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৫ জন। এডিস মশা থেকে বিভিন্ন ধরনের রোগ হলেও এবার ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, দেশের সিংহভাগ এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার কাঠামো নেই। যদিও ঢাকার দুই সিটিসহ সিটি করপোরেশন ও পৌরসভায় কমবেশি জনবল রয়েছে। তবে বিজ্ঞানভিত্তিক উপায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা না করায় সেখান থেকে কার্যত সুফল মিলছে না। এর বাইরের এলাকায় মশক নিয়ন্ত্রণ কাঠামো বলে কিছুই নেই। এই অবস্থায় এডিসের বিস্তার যেমন হওয়ার কথা তেমনই হচ্ছে। সবমিলিয়ে এডিস মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সরকার কার্যত ব্যর্থ বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
কালের কণ্ঠ
সুন্দরবনে বায়োমাস ও গাছের ঘনত্ব বেড়েছে
প্রাকৃতিক ঢাল হিসেবে দেশকে ঘূর্ণিঝড়ের ভয়াল ক্ষতি থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই সুন্দরবনের জীববৈচিত্র্যের বেশ উন্নতি হয়েছে। পাঁচ বছরের ব্যবধানে গাছের ঘনত্ব, কাঠের পরিমাণ ও গ্রোয়িং স্টক বেড়েছে। সুন্দরবনের মাধ্যমে তৈরি হয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার কার্বণ বাণিজ্যের সম্ভাবনা।
সমকাল
ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় ত্যাগীরাও ক্ষতিগ্রস্ত
সারাদেশে বিভিন্ন অভিযোগে নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। শাস্তিমূলক এসব ব্যবস্থার মধ্যে আছে বহিষ্কার, পদাবনতি, শোকজ ও অব্যাহতি। তবে এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাবশালী নেতাদের বিরাগভাজন হয়ে ক্ষেত্রবিশেষ নিরপরাধ ও ত্যাগী নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারণ, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে না। এতে তৃণমূল নেতাকর্মীরা শঙ্কায় ভুগছেন। দলের বিভিন্ন স্তরে ক্ষোভও তৈরি হচ্ছে।
প্রথম আলো
কর্ণফুলী টানেলে দিনে লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি গাড়ি কম চলাচল করেছে। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে ২৪ লাখ ২৮ হাজার ৩১৫টি গাড়ি। এই সময়ে আসা-যাওয়ার কথা ছিল ১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৬৮১টি গাড়ি। অর্থাৎ ২১ মাসে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ১৮ শতাংশ গাড়ি চলেছে। টানেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে।
আজকের পত্রিকা
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ যুগোপযোগী করতে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘনে শাস্তি বাড়ানো, উপাচার্য ও শিক্ষক নিয়োগে যোগ্যতা নির্ধারণ, ট্রাস্টি বোর্ডে পরিবর্তন আনাসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। ইউজিসি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এবং সংশোধিত আইনের খসড়া পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সংশোধিত আইনের খসড়ায় আইন লঙ্ঘন করলে অনূর্ধ্ব পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে এই জরিমানার পরিমাণ ১০ লাখ টাকা।
কালের কণ্ঠ
গাজীপুরে মাসে শতকোটি টাকার মাদক কারবার
রাজধানী ঢাকার কাছের শিল্পনগরী গাজীপুরে মাদকের কারবার জমজমাট। জেলার দুই শতাধিক স্থানে রয়েছে মাদকের হাট। সেখানে পাইকারি কারবারিই আছেন পাঁচ শতাধিক। প্রভাবশালীদের ছায়াতলে মাদক বাণিজ্যের টাকায় তাঁরা গড়ছেন বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদ।
যুগান্তর
বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা
উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বেশির ভাগ শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আকস্মিক মৃত্যুর ঘটনায় এক ধরনের ট্রমার মধ্যে আছে শিশুরা। স্বাভাবিক হতে পারছে না অনেকেই। তাদের কষ্ট অবর্ণনীয়। শুক্রবার অষ্টম শ্রেণির মোহাম্মদ শাফিন নামে এক শিক্ষার্থী তার বাবার সঙ্গে স্কুলে আসে। সে (শাফিন) যুগান্তরকে বলে, আমি নিজের চোখের সামনে হতাহতের ঘটনা দেখেছি। যাদের সঙ্গে অনেক মজা করতাম। আড্ডা দিতাম। হুট করে সেই চোখের সামনে তারা মারা গেল। বলার ভাষা নেই। এটা সিমেনার দৃশ্যকে হার মানায়। এখন বিমান দেখলে ভয় কাজ করে। এই বুঝি পড়ে গেল। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ যুগান্তরকে জানান, মর্মান্তিক দৃশ্য দেখে শাহজাতী রিচি নামের এইচএসসি (চলমান) পরীক্ষার্থী এখনো ঘুমের মধ্যে আঁতকে ওঠে। সে কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শুক্রবার বাসায় ফেরে। সামনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে একরকম অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু শাফিন ও রিচি নয়, তাদের মতো অনেক শিক্ষার্থী এই মুহূর্তে অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছে।
বণিক বার্তা
বন্দরসেবার মূল্য বাড়বে গড়ে ৪০%
দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয়, সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাশুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এ রকম ৫২টি মূল সেবার (লাইন আইটেম) বিপরীতে মাশুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে ২৩টিতে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে চার ধরনের সেবা বিলুপ্ত করে নতুন আরো পাঁচটি সেবা অন্তর্ভুক্ত হয়েছে। পণ্য আমদানি-রফতানিতে প্রয়োজনীয় এসব সেবায় এখন গড়ে ৪০ শতাংশ পর্যন্ত মাশুল বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে। সেখানে অনুমোদনের পর গেজেট প্রকাশ হলে বাড়তি মাশুল কার্যকর হবে। এর মাধ্যমে ১৯৮৬ সালের পর এ প্রথম সব ধরনের ট্যারিফ বা মাশুল বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
কালবেলা
আইনে নিষিদ্ধ মিনিকেটে বাজার সয়লাব
বাংলাদেশে মিনিকেট নামে কোনো ধান উৎপাদন হয় না। এ নামে কোনো ধানের জাতও নেই। বিআর-২৮ ও ২৯ জাতের ধান সংগ্রহের পর মিলগুলোতে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান থেকে চাল আলাদা করা হয়। এরপর চালের গায়ের প্রাকৃতিক খোসা ও আবরণ তুলে ফেলতে একাধিকবার পালিশ করা হয়। এতে চাল সাদা ও চকচকে হয়ে ওঠে। এরপর চালগুলোকে কেটে ছোট ও সমান আকারের করা হয়, যেন দেখতে একরকম হয়। এই ছাঁটাই ও পালিশ প্রক্রিয়ার পরই একে বাজারে ‘মিনিকেট’ নামে বিক্রি করা হচ্ছে। আর প্রজ্ঞাপন জারি করে এই মিনিকেট গত বছরের মে মাসে নিষিদ্ধ করেছে খাদ্য মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই নামে বাজারে চাল বিক্রি করে যাচ্ছে দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিভিন্ন ব্র্যান্ড।
বিবিসি বাংলা
বানিয়াচংয়ে বাছাই করে 'পুলিশ হত্যা', কী ঘটেছিল?
বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে পাঁচই অগাস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী, প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর 'পুলিশ হত্যা'র দাবি নিয়ে দরকষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে।
ওইদিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়।
এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত আটজন গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়।