কর্মমুখী শিক্ষায় নজর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ানোর চাপে ভোক্তা ও ব্যবসায়ীরা
আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। একই দিন থেকে কার্যকর হচ্ছে বেসরকারি ডিপোতে কনটেইনার ব্যবস্থাপনার মাশুল। নতুন করে চট্টগ্রাম বন্দরের সব ধরনের মাশুলের হার বাড়ানোর খবর ব্যবসায়ীদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
একসঙ্গে মাশুল বাড়ানোর দুই প্রভাবের কথা বলছেন ব্যবসায়ীরা। যেমন পণ্য আমদানির ক্ষেত্রে দিন শেষে বাড়তি মাশুল ভোক্তার পকেট থেকেই যাবে। তাতে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতিও বাড়ার শঙ্কা রয়েছে। দ্বিতীয়ত, রপ্তানি পণ্যের ক্ষেত্রে পণ্য পরিবহনের খরচ বাড়বে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় রপ্তানিকারকেরা পিছিয়ে যেতে পারে।
টিবিএস
প্রতিযোগীদের সঙ্গে ৫% শুল্কের ব্যবধান সামলাতে পারবে বাংলাদেশ, কিন্তু ১৫% হবে বিপর্যয়কর
বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈরি পোশাক (আরএমজি) শিল্প, যা দেশের মোট রপ্তানিতে ৮৫ শতাংশের মতো বিশাল অবদান রাখছে। তবে এই খাতই এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত ৩৫ শতাংশ "পাল্টা শুল্ক" (রেসিপ্রোকাল ট্যারিফ) কার্যকর করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের পোশাকের ওপর গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক প্রযোজ্য। সেটি ৫০ শতাংশে উন্নীত হলে—রপ্তানি বাজারে মূল্য প্রতিযোগিতার ওপর নির্ভরশীল এই খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।
বণিক বার্তা
সঞ্চালন সীমাবদ্ধতায় পূর্ণ সক্ষমতায় চলছে না দক্ষিণের বড় চার কয়লাবিদ্যুৎ কেন্দ্র
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা ৭ হাজার ৯৫ মেগাওয়াট। এগুলোর মধ্যে বড় চারটি বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না গ্রিডের সীমাবদ্ধতার কারণে। এ কারণে জাতীয় গ্রিডে আকস্মিকভাবে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে তা পূরণ করা হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে। এতে একদিকে যেমন বিপিডিবির উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার বড় অংশ বসিয়ে রাখা হচ্ছে। অথচ বেজ লোড বিদ্যুৎ কেন্দ্র হিসেবে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদনে থাকার কথা ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কালের কণ্ঠ
২৫ বোয়িং কিনে শুল্ক কমানোর চেষ্টা
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। মাঝে সময় মাত্র পাঁচ দিন। এর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। এতে তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে।
যুগান্তর
ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে
আগস্ট মাসের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। পতিত আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করবেন। এক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে এমন ঘোষণা দিতে পারেন। এতে নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, তা কেটে যাবে। শনিবার ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উল্লেখ করেন। সরকারের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
সমকাল
সন্তানদের এতিম করে চলে গেলেন শিশুদের প্রাণ বাঁচানো মাসুমা
শিশুরা তাঁকে খালা বলেই ডাকত। আর তিনি নিজের সন্তানের মতোই দেখতেন তাদের। স্কুল ছুটি হলে বাবা-মায়ের হাতে বুঝিয়ে দিতেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা দগ্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তিনিও চলে গেলেন না-ফেরার দেশে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মারা যান মাসুমা বেগম (৩৮)।
কালের কণ্ঠ
ভ্রমণ ভিসার আড়ালে মানবপাচার
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিল ছড়ি ইউনিয়নের বাসিন্দা মোজাফফর আহমদ। কর্মী ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারলেও ভ্রমণ ভিসায় গিয়ে তিনি কর্মী হওয়ার সুযোগ নিতে চেয়েছিলেন। তাই দালালের কথায় চার লাখ ৮০ হাজার টাকা দিয়ে চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। কিন্তু কাজ না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হয়ে আরো এক লাখ ২০ হাজার টাকা খরচ করে ১০ মে দেশে ফিরে আসেন তিনি।
সমকাল
কর্মমুখী শিক্ষায় নজর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর দিচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। চাকরির বাজারে যেসব বিষয়ের চাহিদা আছে, সে বিষয়গুলো তাদের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত বিষয়গুলোতে এখন শিক্ষার্থীদের আগ্রহ বেশি। সেদিকেও মনোযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।
দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৪টিতেই প্রকৌশল বিষয় পড়ানো হয়। এর মধ্যে ব্র্যাক, নর্থ সাউথ, ইন্ডিপেনডেন্ট, ইউনাইটেড, ইস্ট ওয়েস্ট, আহ্ছানউল্লা, ড্যাফোডিল, এআইইউবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে ভর্তির লড়াইটাও বেশ তীব্র।
প্রথম আলো
দুর্নীতির অভিযোগে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ, তোড়জোড় ফয়েজ আহমদের
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছিল জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই। অন্তর্বর্তী সরকার গঠনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রকল্পের কেনাকাটার প্রক্রিয়া আটকে দেন। দুর্নীতির অভিযোগ তদন্তের ব্যবস্থাও করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ হওয়ার আগেই এখন সেই প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তাঁর বিরুদ্ধে দুদককে প্রভাবিত করার অভিযোগও উঠেছে।
জনকণ্ঠ
৯শ’ টাকার পিলার ৪০ হাজার
নয়শ’ টাকার আরসিসি পিলারের দাম ধরা হয়েছে ৪০ হাজার টাকা। শুধু তাই নয়, ২৫ লাখ টাকার লিফট ৯২ লাখ টাকা, ১২ লাখ টাকার সাবস্টেশন ৬৩ লাখ টাকা, ৯৫ হাজার টাকার পানির পাম্প সাড়ে ৪ লাখ টাকা ব্যয় ধরে সরকার ৩৬ জুলাই নামে একটি আবাসন প্রকল্প গ্রহণ করেছে। অর্থাৎ এই প্রকল্পে ৪৫ গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর, চারগুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে বেড লিফট, সাবস্টেশন কেনা হচ্ছে পাঁচ গুণ, এমনকি পানির পাম্পও কেনা হয়েছে প্রায় পাঁচ গুণ বেশি দামে।
কালের কণ্ঠ
৮০৪ শহীদের পরিবার পাচ্ছে ফ্ল্যাট
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে সম্মান জানিয়ে রাজধানীর মিরপুরে নির্মিত হতে যাচ্ছে স্থায়ী আবাসন। নেওয়া হচ্ছে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। এই প্রকল্প আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে। এই প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প উঠছে একনেক সভায়।
বণিক বার্তা
গাজার নামে তহবিল সংগ্রহ, বাংলাদেশ থেকে অর্থ পৌঁছায় কি?
ইসরায়েলি আগ্রাসনে ‘গাজা’ এখন ধ্বংসস্তূপ। ফিলিস্তিনের অবরুদ্ধ এ নগরী বহুদিন ধরে পরিচিত বিশ্বের বৃহত্তম কারাগার হিসেবে। গত দেড় বছরে ইসরায়েলি বাহিনীর বোমা, গুলি আর অবরোধে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে আছে অসংখ্য শিশু। অবরুদ্ধ এ নগরে এখন দুর্ভিক্ষ পরিস্থিতি চললেও ত্রাণ কিংবা অন্য কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশ নিষিদ্ধ জাতিসংঘের ত্রাণও। গত জুনে গাজায় ত্রাণসহায়তা নিয়ে গিয়েছিলেন বিখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। কিন্তু তার সে প্রচেষ্টাও সফল হয়নি।
দেশ রূপান্তর
সর্বোচ্চ ফাঁসির আসামিতে হিমশিম
ঘড়ির কাটা টিক টিক করে প্রতিটি সেকেন্ড চলে যাওয়ার বার্তা দেয়। ঘড়ির এই মৃদু শব্দটাই কনডেম সেলে বন্দিদের বুকের ভেতরে তীব্রভাবে আঘাত করে। তাদের জীবন থেকেও যে একটা সেকেন্ড কমে গেল! সেই কনডেম সেলে এখন ২ হাজার ৬০০ বন্দি, যা যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থাৎ রেকর্ডসংখ্যক।
কালবেলা
সমন্বয়ক পরিচয়ে ১০ লাখের পর আরও টাকা নিতে গিয়ে ধরা পাঁচজন
সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পাঁচ নেতা। গতকাল শনিবার রাতে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাড়িতে ঢুকে চাঁদার টাকা আদায়ের চেষ্টার সময় তাদের আটক করে গুলশান থানা পুলিশের একটি দল। গ্রেপ্তাররা প্রথম দফায় সাবেক এই সংসদ সদস্যের স্বামী সিদ্দিক আবু জাফরকে (৭৪) জিম্মি করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করে। এরপর আরও দুই দফা ওই বাসায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে দাবি করা চাঁদার বাকি ৪০ লাখ টাকার জন্য চাপ দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহকর্তা আবু জাফর। সবশেষ গতকাল তৃতীয়বারের মতো বাসায় গিয়ে হুমকি-ধমকি দেয় আটক ওই পাঁচজন। তখন সিদ্দিক আবু জাফর প্রতিকার কামনা করে পুলিশের সহায়তা চাইলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
টিবিএস
মাস্কের টেসলা যখন কঠিন সময়ে, ৪০ লাখ 'বাংলা টেসলা' তখন শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জে
টেসলার জন্য সময়টা কঠিন। বিশ্বের বিভিন্ন প্রান্তে কোম্পানিটির দামি বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমছে। অথচ বাংলাদেশে ঠিক উল্টো চিত্র—এখানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে স্বল্পমূল্যের এক ধরনের ইলেকট্রিক যান। শহরের রাস্তায় দেখা মিলছে ব্যাটারিচালিত রিকশার, যেগুলোকে মজার ছলে স্থানীয়রা ডাকছেন 'বাংলার টেসলা' নামে।
ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশে চালু রয়েছে ৪০ লাখেরও বেশি ই-রিকশা, যা ২০১৬ সালে ছিল মাত্র ২ লাখ। প্রতিদিন কোটি কোটি যাত্রী পরিবহন করছে এই বাহনগুলো। একে বিশ্বের সবচেয়ে বড় অনানুষ্ঠানিক বৈদ্যুতিক যানবাহনের বহর বললেও ভুল হবে না।
বিবিসি
এআই দিয়ে রাজনৈতিক প্রচারণার ভিডিও বানাচ্ছে কারা, শঙ্কা কোথায়?
ডেস্কের সামনে মাইক হাতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহরীন চৌধুরী, কিছুদিন আগে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
আর তা শেয়ার করতে দেখা গেছে অনেককে, যাদের মধ্যে ছিলেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মতো ব্যক্তিও।
তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পরবর্তী সময়ে তা সরিয়েও ফেলেন তিনি।
ডয়চে ভেলে
বাংলাদেশে গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২
চার্জশিট দেয়া তিনটি হত্যা মামলার সবগুলোই শেরপুর জেলার৷ অন্যান্য ধারার ৯টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুইটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দুইটি৷
পুলিশ সদর দপ্তরের এআআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশ সদর দপ্তরের মনিটরিং-এর মাধ্যমে মামলাগুলোর তদন্ত চলছে৷ অনেক মামলারই তদন্তে অগ্রগতি আছে৷’’