শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে করণীয় বিষয়ে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের সুপারিশগুলোর প্রতিফলন রাখা এবং একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

রোববার (২৭ জুলাই) ধানমন্ডির ঢাকা আহসানিয়া মিশন অডিটরিয়ামে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং শ্রমিক অধিকার সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনের নেতারা সরকারের কাছে জুলাই সনদে কমিশনের সুপারিশগুলোর প্রতিফলন রাখা এবং একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন। পাশাপাশি নেতাদের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। 

যার মধ্যে রয়েছে— সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন, কমিশনের সুপারিশগুলো সহজ ভাষায় সারা দেশের শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য লিফলেট, পোস্টারসহ বিভিন্ন প্রচার উপকরণ তৈরি ও ব্যাপক প্রচারণা করা, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার সংগঠনগুলো নিজেদের কর্মী ও সদস্যদের অবহিতকরণ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এডভোকেসি ও প্রচারণা টিম গঠন, শ্রমক্ষেত্রের সব অংশীজন যেমন— সরকার, ব্রান্ড—বায়ার, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন সবার অংশগ্রহণে অবিলম্বে একটি জাতীয় শ্রম কনভেনশন আয়োজন করা, রাজনৈতিক দলগুলো যেন তাদের ইশতেহারে কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করে সে বিষয়ে দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের কথা বলা হয়।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বিলসের পরিচালক কোহিনূর মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, শ্রম সংস্কার কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ।

এএসএস/এমএন