মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। ফলে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। 

সোমবার (২৮ জুলাই) সকালে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমেছে। জিইসি মোড়, দুই নম্বর গেট, বাকলিয়া, আগ্রাবাদ, চান্দগাঁওসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব সড়কে যানজট তৈরি হয়েছে। এ সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছেন অটোরিকশা ও সিএনজি চালকরা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা ইচ্ছেমতো অনেক বেশি ভাড়া নিচ্ছে। সবমিলিয়ে সকাল সকাল ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন।

কসমোপলিটান আবাসিক এলাকার বাসিন্দা গৃহবধূ নাজমা বেগম বলেন, ছেলেকে স্কুলে নিয়ে যেতে বের হয়েছি, কিন্তু সড়কে পানি থাকায় হেঁটে যাওয়া যাচ্ছিল না। রিকশাচালক ৩০ টাকার ভাড়া ৫০ টাকা নিলেন।

মো. শরীফ নামে একজন ভোগান্তির বিষয়টি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, চট্টগ্রামের সিরাজ-উদ-দৌলা রোডে সাবেরিয়া এলাকায় রাস্তায় হাঁটু পরিমাণ পানি। দীর্ঘ ২ কিলোমিটার যানজট। বিকল্প রাস্তা ব্যবহার করে অফিস, আদালতে যান। যারা বেসরকারি জব করেন পানিসহ ছবি তোলেন। নতুবা লেট অ্যাটেনডেন্সের জন্য একদিনের স্যালারি কেটে রাখবে!

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রামে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও দুয়েকদিন থাকতে পারে। তবে শেষদিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে।

এমআর/এমএন