উদ্ধার করা মরা মুরগি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের পাশের রেস্টুরেন্ট থেকে ১২০টি মরা মুরগি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুরে রেস্টুরেন্ট অভিযান চালিয়ে মরা মুরগিগুলো উদ্ধার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এয়ারপোর্ট রেস্টুরেন্টটি বিমানবন্দরের সীমানার ভেতরে। এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুর ৩টায় আমাদের সাদা পোশাকের সদস্যরা রেস্টুরেন্টে অভিযান চালাই। এ সময় আমরা তাদের সঙ্গে থাকা ২০০টি মুরগি উদ্ধার করি। এগুলোর মধ্যে ৮০টি মুরগি জীবিত ছিল, বাকিগুলো মৃত অবস্থায় তারা জবাই করছিল।

তিনি আরও বলেন, রেস্টুরেন্টটি থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ম্যানেজার, স্টাফ ও মরা মুরগি বহন করা গাড়ির চালক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এআর/এইচকে