কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা
যথাযথ নিবন্ধন না নেওয়া ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় ব্যবসা করায় কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ জুন) রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএফএসএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বিজ্ঞাপন
বিএফএসএ জানায়, শনিবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বিএফএসএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান উত্তরা ১১ নং সেক্টরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাচ্চি ভাই রেস্তোরাঁকে অনিবন্ধিত অবস্থায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষনিক আদায় করা হয়।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটিকে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানায় বিএফএসএ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএফএসএ’র মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক আ. সালাম মৃধা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
এসআই/ওএফ