আগস্ট মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেনের দাম ১২২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
এর আগে জুলাই মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেনের দাম ১২২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকায় অপরিবর্তিত রাখা হয়। গত দুই মাসেও (জুন-জুলাই) একই দাম বজায় ছিল।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
ওএফএ/এসএম