রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো ওয়াসার গলিতে পিকআপের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ইয়াকুব আলীর ছেলে আকাশ জানান, আমার বাবা হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানায় জানানো হয়েছে।

এসএএ/জেডএস