প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে

রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে কী কী সংস্কার আনা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে ঐকমত্য ও সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হয়নি। অন্যদিকে প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।

বণিক বার্তা

হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%

নতুন ঘোষণায় এ পণ্যে প্রতিযোগী দেশগুলোর ওপর আরোপিত শুল্কহার কাছাকাছি হওয়ায় দেশের পোশাক শিল্প মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। কিন্তু দীর্ঘমেয়াদে এ স্বস্তি ধরে রাখা সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। কারণ বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে আগে গড়ে সাড়ে ১৬ শতাংশ শুল্ক পরিশোধ করতেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। এখন এর সঙ্গে ২০ শতাংশ যোগ হয়ে মোট শুল্ক পরিশোধ করতে হবে সাড়ে ৩৬ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, ক্রেতারা নতুন এ শুল্ক সমন্বয়ে রফতানিকারককে চাপ দিলে দেশের উৎপাদকরা আরো বেশি অটোমেশনে ঝুঁকতে পারেন। আর সেক্ষেত্রে কাজ হারাতে পারেন তৈরি পোশাক খাতের অপেক্ষাকৃত কম দক্ষ শ্রমিকরা।

কালের কণ্ঠ

কোটি কোটি টাকার টেন্ডারে শুভংকরের ফাঁকি

স্বাস্থ্য খাতে সরকারি কেনাকাটার অন্যতম সংস্থা কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) গত অর্থবছরে প্রায় ৬৫ কোটি টাকার ৩০টি চুক্তি সম্পাদন করেছে। এর মধ্যে ১২টি দরপত্রে (৪০ শতাংশ) অংশ নিয়েছে মাত্র একজন বৈধ দরদাতা। আরো কয়েকটি দরপত্রে প্রতিযোগী ছিল দুই বা তিনটি প্রতিষ্ঠান। অর্থাৎ একটি বড় অংশেই প্রকৃত প্রতিযোগিতার ঘাটতি ছিল স্পষ্ট।

বণিক বার্তা

মজুদ না বাড়লেও গ্যাস উন্নয়ন তহবিলের প্রায় ১৮ হাজার কোটি টাকা নিঃশেষের পথে

মূলত গ্রাহকের কাছ থেকে অর্থ উত্তোলন করে এ তহবিল গঠন করা হয়। ২০২৫ সালের জুন পর্যন্ত এ তহবিলে প্রায় ১৮ হাজার কোটি টাকা জমা হয়। গ্যাস খাতের অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রমে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দেশে প্রত্যাশা অনুযায়ী গ্যাসের মজুদ বাড়েনি। অন্যদিকে, এ তহবিল থেকে এলএনজি কিনতে ও রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান করার পর তহবিলের অর্থ এখন প্রায় নিঃশেষের পথে। বর্তমানে জিডিএফে জমা রয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো।

প্রথম আলো

নারী কর্মকর্তাদের স্যার ডাকা বন্ধের সিদ্ধান্ত হলেও আদেশ হয়নি, আছে আপত্তিও

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত হলেও এ বিষয়ে এখনো কোনো লিখিত আদেশ জারি হয়নি। ফলে সিদ্ধান্তটির বাস্তব প্রয়োগ সরকারি দপ্তরগুলোয় শুরু হয়নি।

আবার শুধু সরকারি নারী কর্মকর্তাদের ক্ষেত্রে ‘স্যার’ সম্বোধন বন্ধের এই সিদ্ধান্ত নিয়ে আছে প্রশ্ন–আপত্তি। অনেকেই বলছেন, সম্বোধনের বিষয়টি নির্ধারিত হলে তা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। ‘স্যার’ বা ‘ম্যাডাম’ নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদবি বা নাম ধরে সম্বোধনের নিয়ম হতে পারে। কিংবা যে যাঁর মতো ডাকতে পারেন।

বণিক বার্তা

এনসিপি ও ছাত্রদলের সমাবেশ ঘিরে ভোগান্তির শঙ্কায় ঢাকাবাসী

এইচএসসি ও সমমান, বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন কর্মসূচি ঘিরে ভোগান্তির আশঙ্কা করছে পুলিশ ও নগরবাসী। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যাতায়াতও কষ্টসাধ্য হতে পারে। বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়ে গতকাল গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর সমাবেশের কারণে যেকোনো জনভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজকের পত্রিকা

জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে জট

অনিশ্চয়তা-সংশয় কাটিয়ে নির্ধারিত সময়েই ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতেই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।

তবে ঘোষণাপত্রের সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি এখনো খোলাসা হয়নি। সাংবিধানিক স্বীকৃতির কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও কোন ধারায় তা যুক্ত হবে, সেটি পরিষ্কার করা হয়নি। এ নিয়ে সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে চাননি।

আজকের পত্রিকা

অনিয়ম হয়নি বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় উপজেলা এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় একটি ধানখেতে দৌড়ে গিয়ে নিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই রাস্তার নির্মাণকাজ চলছে। সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাওয়ায় এবং কাদাধুলার ওপরেই কাজ চালানোয় স্থানীয় খেপে গিয়ে রাস্তার নির্মাণকাজ আটকে দেন। আজ দুপুরে রাস্তার কাজ দেখতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন এলজিইডির কর্মচারী।

ইত্তেফাক

রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত দল এনসিপির দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত আজকের সমাবেশ থেকে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে দলটি। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমকাল

২৫৪ কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনই জাল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর-২ ও ৩-এ আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন নকল বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে যে পরামর্শক প্রতিষ্ঠানের সই ও সিল ব্যবহার করা হয়েছে, তাও নকল বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এই প্রকল্পে ১৮১টি ফ্ল্যাট নির্মাণ করার কথা। এ জন্য ব্যয় ধরা হয় ২৫৪ কোটি ৪৮ লাখ টাকা। গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করার কথা। 

কালের কণ্ঠ

বহুমাত্রিক দারিদ্র্যে চার কোটি মানুষ

বিদ্যুৎ এসেছে, ঘরে মোবাইল ফোনও আছে, কিন্তু সন্তানকে পাঠানো যাচ্ছে না স্কুলে। রোগ হলে হাসপাতালে যাওয়া দূরের কথা, বিশুদ্ধ পানি বা শৌচাগার ব্যবস্থাও নেই। এমন জীবনযাপনই বহুমাত্রিক দারিদ্র্যের বাস্তব রূপ। আর এমন অবস্থায় বাস করছে বাংলাদেশের অন্তত চার কোটি মানুষ।

সমকাল

গুলিতে থমকে গেল দেড় হাজার কর্মক্ষম জীবন

মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন হাসিবুর রহমান শান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের খবরে গত ৫ আগস্ট বিজয় মিছিলে যোগ দেন তিনি। রাজধানীর মেরুল বাড্ডা থানার সামনে এলে পুলিশের গুলি হাসিবুরের মাথার পেছন দিয়ে ঢুকে কপাল ফুঁড়ে বের হয়ে যায়। চিকিৎসকদের চেষ্টায় মৃত্যুর শঙ্কা কাটলেও আগের সব স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। অন্যের সহযোগিতা ছাড়া কাজ করতে পারেন না। সংকটে পরিবার ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি বরিশাল চলে গেছে। সংসারে অর্থকষ্ট থাকলেও মেলেনি সরকারি সহায়তা।

কালবেলা

রামুতে রেলক্রসিংয়ে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ৫

কক্সবাজারের রামুতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও চার যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি ট্রেনের সঙ্গে ধাক্বা লেগে ছিটকে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টিবিএস

চড়া শুল্ক ও চাহিদার পতনে গাড়ি আমদানি কমেছে, সরকারের রাজস্ব আয়েও বড় ধাক্কা

অর্থনীতির গতিমন্থরতার কারণে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি কমে যাওয়ায় দেশের এর বাজার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এতে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। এই মন্দার পেছনে চড়া শুল্ক, ভোক্তাদের চাহিদা কমে যাওয়া, দীর্ঘস্থায়ী ডলার সংকট ও আমদানি নিষেধাজ্ঞার মতো একাধিক কারণ রয়েছে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-এর (বারভিডা) তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে গাড়ি আমদানি হয়েছে ২১ হাজার ৩৩৭টি, যেখানে আগের অর্থবছরে আমদানি ছিল ২১ হাজার ৫১৯টি। তবে এই আমদানি থেকে রাজস্ব আদায়ে বড় ধরনের পতন ঘটেছে। গত অর্থবছরে রাজস্ব আদায় ৬ শতাংশের বেশি কমে ৩ হাজার ৮৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৪৫৩ কোটি টাকা কম।