চট্টগ্রামের ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর  গ্যাং লিডার ও  মাদক ব্যবসায়ী শাহেদ ওরফে ভিখারিকে (২৫) অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর আগেও পাঁচবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। 

রোববার (১৩ জুন) নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। 

তিনি বলেন, ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী তিনি। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও আছে। বিভিন্ন স্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় সরবরাহ করতেন তিনি। মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেন তিনি। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তার বাহিনীর সদস্যরা  ছিনতাইয়ের সাথেও জড়িত। 

সর্বশেষ ডবলমুরিং থানার ব্যাপারীপাড়া এলাকায় মাদকবিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের ওপর হামলা চালায় ভিখারি বাহিনী। এতে দু’জন মারাত্মক আহত হন।

ওসি মহসিন আরও বলেন, রোববার ভোরে পানওয়ালাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি জানান, শাহেদ ওরফে ভিখারি দুটি বিয়ে করেছেন এবং তার একাধিক বান্ধবী আছে। বান্ধবীদের দিয়ে বিভিন্ন অপকর্ম করান তিনি। প্রথমে বান্ধবীরা বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর সুযোগ বুঝে  সম্পর্ক করা মানুষকে ঘরে ডেকে আনেন৷ এরপর ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া হয়। বান্ধবীদের সন্তুষ্ট করতে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নামও লিখে রাখেন শাহেদ!

পুলিশ জানায়, শাহেদের শৈশব আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যায়। তাই তার বন্ধুরা তাকে ভিখারি নাম দেয়। কিন্তু এখন সেই বন্ধুরাই তাকে ‘বস’ ডাকে। তার বাহিনীর কয়েক সদস্য তারই বন্ধু।

কেএম/এনএফ