প্রতিযোগী দেশের তুলনায় এগিয়ে থাকবে বাংলাদেশ
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা
জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সমকাল
জুলাই ঘোষণাপত্র সংবিধানের তপশিলে, অভ্যুত্থানকারীরা পাবেন আইনি সুরক্ষা
জুলাই ঘোষণাপত্রকে সংস্কারকৃত সংবিধানের তপশিলে যুক্ত করবে আগামী নির্বাচনে গঠিত সরকার। ঘোষণাপত্রে অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া রয়েছে অভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা।
গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক নেতাদের পাশে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৮ দফাসংবলিত এই ঘোষণাপত্রের প্রথম ২১ দফায় অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। পরের সাতটি দফায় আগামী দিনের করণীয় রয়েছে।
দেশ রূপান্তর
ইলিশে আক্ষেপ, দাম কমার অপেক্ষা
ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের এমন ‘আকাশ ছোঁয়া’ দাম দেখা যায়নি। ক্রেতা-বিক্রেতারা এই দামকে বলছেন ‘অস্বাভাবিক’। সরকারি দপ্তরও বলছে, ইলিশের দাম এবার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জানা গেছে, এবার কম সরবরাহ, চাঁদাবাজি এবং ডিজেলের দাম বৃদ্ধির মতো কয়েকটি কারণে ইলিশের দাম চড়া। কেউ কেউ বলছেন, এখন সামর্থ্যে কুলাচ্ছে না। তারা অপেক্ষা করছেন যদি কখনো দাম কমে তখনই ইলিশ কিনবেন বলে।
প্রথম আলো
ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট
আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
সমকাল
রাজউকের সার্ভার হ্যাক, নকশা অনুমোদন বন্ধ
অনলাইনে বাড়ির নকশা অনুমোদনের জন্য ৪৮ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস) চালু করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এটা করার মূল্য উদ্দেশ্য ছিল নকশা অনুমোদনে দুর্নীতি ও ভোগান্তি বন্ধের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা। তিন বছর যেতে না যেতেই বন্ধ হয়ে গেছে রাজউকের ইসিপিএস কার্যক্রম। গত প্রায় দুই মাস ধরে নকশা অনুমোদন-সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। ফলে নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
প্রথম আলো
‘রক্তাক্ত মহাসড়ক’, সাত ঘণ্টায় ৬০ জনকে হত্যা
মহাসড়কের ১ কিলোমিটার অংশ। সেখানে মাত্র সাত ঘণ্টায় হত্যা করা হয় অন্তত ৬০ জন মানুষকে। তাঁদের মধ্যে ৫৬ জন শহীদ হন প্রাণঘাতী গুলিতে।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন যাত্রাবাড়ী থানাকেন্দ্রিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডের বর্ণনা ও প্রমাণ উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে। উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় অন্তত মোট ১১৭ জন শহীদ হয়েছেন বলে প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে।
সমকাল
প্রতিযোগী দেশের তুলনায় এগিয়ে থাকবে বাংলাদেশ
ন্যূনতম ২০ শতাংশ মার্কিন কাঁচামালে উৎপাদিত পণ্যে যুক্তরাষ্ট্রে শুল্ক ছাড়ের সুবিধা মিলবে। এ সুবিধায় যুক্তরাষ্ট্রে রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এগিয়ে থাকবে বাংলাদেশ। এর অনেক কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক এখনও তুলানির্ভর। মোট রপ্তানির ৭৫ শতাংশ তুলায় তৈরি সুতায় উৎপাদন হয়ে থাকে। এ কারণে বাংলাদেশ অন্যান্য কাঁচামালের চেয়ে তুলা বেশি আমদানি করে। বছরে তুলার চাহিদা প্রায় ৫০০ কোটি ডলারের। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে মাত্র ২৫ কোটি ডলারের তুলা আমদানি হয়। অর্থাৎ বর্তমান আমদানির অন্তত ২০ গুণ বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে প্রতিযোগী চীন, ভারত, পাকিস্তান নিজেরাই তুলা উৎপাদন করে থাকে। তাদের যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রয়োজন হয় না।
ইত্তেফাক
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল, সেটি কেটে গেছে।
বণিক বার্তা
ফ্যাসিবাদের পথ সুগম করেছে এক-এগারোর সরকার
শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করেছে এক-এগারোর ষড়যন্ত্রমূলক ব্যবস্থা—এমনটা উল্লেখ করা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। যদিও সেই সরকারকে বৈধ এবং সংস্কারের পথ সুগমকারী হিসেবেই দাবি করে আসছেন সে সরকারসংশ্লিষ্ট অনেকে। সেই সঙ্গে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবেও মূল্যায়ন করেছেন এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সমন্বয় কমিটির সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
হাসপাতালে নিতে নিতে ৭৫% শহীদ
জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের বেশির ভাগই হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারিয়েছেন। সরকারি গেজেট অনুযায়ী, এখন পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮৪৪ জন। এর মধ্যে ৮৩৩ জনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হাসপাতালে পৌঁছার আগেই ৭৫ শতাংশ শহীদ হন। তাঁদের কারো মাথায়, কারো গলায়, বুকে ও পেটে গুলির ক্ষত ছিল।
দেশ রূপান্তর
পেঁয়াজ ডিমের দাম চড়া
সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। একই সময়ে ফার্মের ডিমের দাম ডজনে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। ঢাকায় প্রতি ডজন ডিম (সাদা, লাল বা বাদামি) ১৩০ থেকে ১৪০ টাকা বা তার বেশি দামে বিক্রি হয়েছে। যদিও বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩৫ টাকা কম। গত বছর এই সময়ে পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। অন্যদিকে, গত বছর লাল বা বাদামি ডিমের প্রতি ডজন ১৫৬ টাকায় বিক্রি হয়েছিল, যা বর্তমান দামের তুলনায় ১৫ থেকে ১৬ টাকা বেশি।
কালবেলা
গাড়িচালক সিরাজ যেন বেবিচকের নবাব সিরাজউদ্দৌলা
সিরাজ দ্দৌলা। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গাড়িচালক; কিন্তু চলনে-বলনে আর সম্পত্তির মালিকানায় যেন নবাব সিরাজউদ্দৌলা। গাড়িচালক হয়েও গাড়ি চালান না তিনি। বিগত সরকারের আমলে বিমানবন্দরে ভিআইপি যাত্রীদের প্রটোকল দেওয়াই ছিল তার কাজ। কথিত আছে, এই প্রভাব খাটিয়ে বিমানবন্দর এলাকায় চোরাচালানের একটা সিন্ডিকেটও পরিচালনা করেন তিনি। একবার স্বর্ণ চোরাচালান করতে গিয়ে ধরাও খান। তবে এতকিছুর পরও রয়েছেন বহালে।
বিবিসি
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে 'ধোঁয়াশা'
কোটা সংস্কারের দাবি থেকে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন। একদিকে সরকারের বল প্রয়োগ, অন্যদিকে ছাত্র জনতার অনড় অবস্থান। এর মধ্যে দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন আমলের।
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, স্বাধীন বাংলাদেশে আর কোনো আন্দোলন ঘিরে এত প্রাণহানি ও রক্তপাতের ঘটনা দেখা যায়নি।