ঢাকার ভেতরে বাস প্রবেশ না করাতে ৮ সারির ইনার রিং রোড করছে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, বাহিরের বাস ঢাকার ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রশাসক বলেন, দক্ষিণ বঙ্গের ২১টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করে। এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে ৮ সারির ইনার রিং রোড দিয়ে বের হয়ে উত্তর বঙ্গে যাতায়াত করতে পারে সে জন্য বেড়ীবাঁধের সড়ক আট সারিতে উন্নীতকরণ চলমান রয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। প্রকল্পটি আগামী বছর ৩০ জুনের মধ্যে শেষ হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক সৃষ্ট পটহলস মেরামতে ব্যবহৃত মিক্সড মেটারিয়ালসের গুণগত মান নিশ্চিতকরণে নির্দেশনা ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা শহরে নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক নকশাকৃত তিন চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা (ই-রিকশা) প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের সব এলাকায় প্রবর্তন করা হবে।
এএসএস/এআইএস