রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ও সেলিম। তারা স্থানীয় মাদক কারবারি।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর অভিযান শুরু হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। 

এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপর তারা জামিনে এসে ফের তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব। 

তিনি জানান, সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। শাহ আলম হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের হবে। এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিষ্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

অন্যদিকে, জেনেভা ক্যাম্পে যেসব দেশীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেসব দেশীয় অস্ত্র গত দুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাজধানীর নিউমার্কেট থেকে জব্দ করে। সে সময় ৯ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দেশীয় ১১০০-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, এসব দেশীয় অস্ত্র হোম ডেলিভারির মাধ্যমে অপরাধীর কাছে সাপ্লাই দিত তারা।

এসএএ/এমজে