তেজগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বেলি বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ফয়সাল (১৮) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলি বেগমকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত বেলি বেগম বেগুনবাড়ি বস্তিতে থাকতেন ও ফেরি করে পানি বিক্রি করতেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় রাকিবা বেগম জানান, সন্ধ্যায় বউবাজার এলাকায় পানি বিক্রির সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে তার কাপড় আটকে তিনি গুরুতর আহত হন।
আহত মোটরসাইকেল চালকের বন্ধু সাইফুল ইসলাম ইয়াসিন জানান, ফয়সাল তার এক বন্ধুর মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার বাম পা ও ডান হাত ভেঙে গেছে। ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/বিআরইউ