সংগৃহীত ছবি

ধনুয়া টিবিএস এর রক্ষণাবেক্ষণ এবং টাই ইন কাজের জন্য শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধনুয়া টিবিএস এর রক্ষণাবেক্ষণ এবং টাই ইন কাজের জন্য শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মাওনা শ্রীপুর হতে এনভয় টেক্সটাইল, স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা ও তৎসংলগ্ন এলাকা। এই এলাকাগুলোতে ১৪০ পিএসআইজি চাপের বিতরণ লাইনের সকল শ্রেণির গ্রাহকদের (শিল্প, ক্যাপটিপ পাওয়ার ও সিএনজি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া গাজীপুর চৌরাস্তা হতে মাওনা, শ্রীপুর পর্যন্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও এতে জানানো হয়।

এএসএস/এমএইচএস