হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণ, নারীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আর. এস. সি এন জি গ্যাস স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩০) বছর।
মঙ্গলবার (১৫ জুন) ভোর পৌনে ৪টার দিকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা হাজারীবাগ থানা এলাকায় টহল ডিউটিতে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। জানতে পারি বেড়িবাঁধের সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকের পাশে থাকা এক নারী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক অজ্ঞাত ওই নারীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এমএইচএস