প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

দেশে প্রতি চারজনের একজন এখন গরিব

দেশে বিগত তিন বছরে দারিদ্র্য বেড়েছে। প্রতি চারজনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তাঁরা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।

২০২০ সালে করোনা মহামারির আগে তিন দশক ধরে বাংলাদেশে দারিদ্র্যের হার কমছিল। এখন দেখা যাচ্ছে, সেটা বাড়ছে। এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ।

আজকের পত্রিকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট: আইসিইউতেও নেই ডায়ালাইসিস সুবিধা

হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারের পর কিছুসংখ্যক রোগীর কিডনির ডায়ালাইসিস প্রয়োজন হয়। কিন্তু একমাত্র সরকারি বিশেষায়িত হৃদ্‌রোগ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) ডায়ালাইসিস সুবিধা নেই। সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থায় রয়েছে ঘাটতি। আইসিইউতে পর্যাপ্তসংখ্যক লাইফ সাপোর্ট মেশিন ও নার্স নেই। এসব সীমাবদ্ধতা সংগত কারণেই রোগের জটিলতা এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

দেশ রূপান্তর

বাড়ছে কনটেইনার রাখার পরিধি

কনটেইনার জটের থাবা থেকে মুক্ত হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। হঠাৎ করে আমদানি বেড়ে গেলে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ দেখা দেয়। বাড়তি কনটেইনারের চাপ কমাতে দ্রুত ডেলিভারি নিতে অতিরিক্ত মাশুলও নির্ধারণ করা হয়ে থাকে বন্দরের পক্ষ থেকে। তবে এবার বন্দরের ভেতরে যেমন কনটেইনার রাখার জায়গা বেড়েছে, তেমনিভাবে নতুনভাবে চারটি অফডক (বেসরকারি কনটেইনার ডিপো) চালু হতে যাচ্ছে। এতে কমে আসবে কনটেইনার জট।

বণিক বার্তা

ছয় জেলায় নতুন ডিসি, পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা। এছাড়া অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৫২ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সমকাল

এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লা

খুলনা নগরীর পাওয়ার হাউস মোড়ে রেলওয়ের জমি দখল করে ১৯৯৫ সালে ‘সাদ মনি মার্কেট’ নির্মাণ করেছিলেন আলোচিত এরশাদ শিকদার। ২০০২ সালে তাঁর বিচার চলাকালে অবৈধ মার্কেটটি ভেঙে দেয় প্রশাসন। ২৩ বছর পর সেই জমিতে আবার মার্কেট উঠছে। 

শুধু ওই জায়গাই নয়; এরশাদ শিকদারের আলোচিত নদীবন্দর ঘাটও নতুন করে দখল হয়েছে। আশপাশের পুকুর, মাঠ, ফাঁকা জমিও হচ্ছে দখল। এরশাদ শিকদারের ফাঁসির পর দুদশক ঘাটের পাশের বড়বাজার এলাকায় স্বস্তি ছিল। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালাবদলের পর আবার চাঁদাবাজি শুরু হয়েছে। 

বণিক বার্তা

জিডিপি প্রবৃদ্ধি আছে, অর্থনীতির আকারও বেড়েছে তবে ব্যাংকে লেনদেন বাড়েনি

সরকারি হিসাবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। প্রবৃদ্ধির পাশাপাশি বড় হয়েছে অর্থনীতির আকার। বেড়েছে মাথাপিছু আয়ও। একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রফতানি খাতের প্রবৃদ্ধি ছিল প্রায় ৮ শতাংশের কাছাকাছি। প্রবৃদ্ধির ধারায় ছিল দেশের আমদানি খাত। অর্থনীতির এতসব ইতিবাচক ধারার মধ্যেও দেশের ব্যাংক খাতে অর্থের লেনদেন কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকে অর্থের লেনদেন দশমিক ৭২ শতাংশ কমেছে। পরিমাণের দিক থেকে গত অর্থবছরে লেনদেন কম হয়েছে ৯৩ হাজার ৩৫৪ কোটি টাকা।

সমকাল

অতিদারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ

তিন বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার ১৯ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হয়েছে। অন্যদিকে, অতিদারিদ্র্যের হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জরিপে দারিদ্র্য বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপে ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। আর অতিদারিদ্র্যের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ।

ইত্তেফাক

ডাকসু নির্বাচন ২১ জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ইশতেহার অনুযায়ী আজ বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আচরণবিধি মেনে প্রার্থীরা আজ থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। তবে প্রচারণায় মবের আশঙ্কা করছে ছাত্রদল।

প্রথম আলো

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান থেমে গেছে

দেড় দশক ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান। সমুদ্রসীমা বিজয়ের এক যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরে তেল-গ্যাস আবিষ্কার করা যায়নি।

চারটি বিদেশি কোম্পানি অনুসন্ধানকাজ শুরু করলেও তিনটি ছেড়ে গেছে চুক্তি নির্ধারিত সময়ের আগেই। বর্তমানে থাকা একমাত্র কোম্পানি ইতিমধ্যে অনুসন্ধানকাজ বন্ধ করে দিয়েছে। তারাও চলে যাচ্ছে চুক্তি অনুসারে নির্ধারিত কাজ শেষ না করেই। এতে থেমে গেছে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান।

দেশ রূপান্তর

ফের উঁকি দিচ্ছে একতরফা!

ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতর নির্বাচন চাই, নির্বাচন চাই না মতবিরোধের রাজনীতি ততই জটিল হয়ে উঠছে। যতই প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হোক, নির্বাচনের পক্ষে বিএনপি, শর্ত জুড়ে দিয়ে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের বিরোধিতা করছে।

আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন: তৃণমূলে ভোটের হাওয়া

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল এরই মধ্যে দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে। অন্যদিকে মাঠে সরব বিএনপির মনোনয়ন-প্রত্যাশীরাও। সব মিলিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া।

যুগান্তর

পুঁজিবাজারে আনতে চূড়ান্ত ১০ বহুজাতিক কোম্পানি

আস্থার সংকট কাটাতে ১০টি বহুজাতিক কোম্পানিকে আনা হচ্ছে পুঁজিবাজারে। এসব কোম্পানিতে আছে সরকারের মালিকানাধীন শেয়ার। অর্থ মন্ত্রণালয় বহুজাতিক কোম্পানিগুলো শনাক্ত ও নাম চূড়ান্ত করেছে। প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানো ও কারসাজি প্রতিরোধে সম্প্রতি যে পাঁচ নির্দেশনা দিয়েছেন তার মধ্যে বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা অন্যতম একটি। এ উদ্যোগ বাস্তবায়নে শিল্প, বাণিজ্য, জ্বালানি ও খনিজসম্পদ ও বিদ্যুৎ সচিবকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।